For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ধোনি! ইঙ্গিত দিলেন এই ক্রিকেটার

অস্ট্রেলিয়ার মাটিতে পরের বছরে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ধোনি। এমনটাই দাবি করলেন তাঁর আইপিএল সতীর্থ ডোয়েন ব্র্যাভো।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতে পরের বছরে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ধোনি। এমনটাই দাবি করলেন তাঁর আইপিএল সতীর্থ ডোয়েন ব্র্যাভো।

উদয়ন পল্লির প্রতিমা

উদয়ন পল্লির প্রতিমা

অধুনিকতার ছোঁয়ায় সাজানো হয়েছে কলকাতার উদয়ন পল্লির দেবী প্রতিমা।

ধোনির অবসর নিয়ে গুঞ্জন

ধোনির অবসর নিয়ে গুঞ্জন

ধোনির অবসর নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে এখন নানা গুঞ্জন চলছে। কোচ শাস্ত্রী যেমন ধোনির আইপিএল ফর্মের দিকে দল তাকিয়ে বলে মন্তব্য করেছেন, পাল্টা প্রাক্তন নির্বাচক এম এস কে প্রসাদ আবার ধোনির উত্তরসূরি হিসেবে পন্থ বিশ্বকাপ খেলতে চলেছেন বলে, দল নির্বাচনে ইঙ্গিত দিয়েছেন। ধোনি নিজে আবার তাঁর অবসর গুঞ্জন উসকে দিয়ে জানুয়ারির আগে এই প্রসঙ্গে প্রশ্ন করতে মানা করেছেন। যার ফলে মাহির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

কুমোরটুলি পার্ক

কুমোরটুলি পার্ক

কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম হল কুমোরটুলি পার্কের পুজো। এখানে ময়ামায়ার সাজ সজ্জা থেকে শুরু করে করে দেবী মূর্তিকে অধুনিকত্বের ছোঁয়ায় সাজিয়ে তোলা হয়েছে।

ক্যারিবিয়ান ক্রিকেটারের মন্তব্য

ক্যারিবিয়ান ক্রিকেটারের মন্তব্য

এর মাঝেই এবার ধোনি বিশ্বকাপ খেলবেন বলে দাবি করে বসলেন ব্র্যাভো। এই মুহূর্তে ব্র্যাভোর দেশ ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে এসেছে। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার ৩ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ক্যারিবিয়ান দল। রবিবার সেই ওডিআই সিরিজের ঢাকে কাঠি পড়ার আগে ব্র্যাভো বলেন, 'ধোনি তো অবসর নিয়ে নিয়েছে বলেনি। সেক্ষেত্রে বিশ্বকাপে মাহি নিশ্চয় দলে ফিরবে।'

নাকতলা উদয়ন সংঘ

নাকতলা উদয়ন সংঘ

নাকতলার উদয়ন সংঘের পুজো কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম। প্রত্যেকবারই নতুন নতুন চিন্তাধারা নিয়ে আসে নাকতলা উদয়ন সংঘ। এবারের প্রতিমা সম্পূর্ণ অধুনিক ভাবেই তৈরি করা হয়েছে। প্রতিমার সঙ্গে এখানের মূল আকর্ষণ হল আলোক সজ্জা।

ব্র্যাভো আরও বলেন

ব্র্যাভো আরও বলেন

ধোনিকে নিয়ে ব্র্যাভো আরও বলেন, 'ধোনি কোনও দিনই অন্যের কথায় প্রভাবিত হয় না। এতদিন ওর সঙ্গে খেলেছি। দলের অন্য ক্রিকেটারদেরও ধোনি, কোনও কিছুতে প্রভাবিত না হয়ে নিজের যোগ্যতার উপর আস্থা রাখতে শিখিয়েছে। ওর অবসর নিয়ে এত আলোচনার মাঝে ধোনি নিজেও প্রভাবিত হবে না। টি-টোয়েন্ট বিশ্বকাপ দিয়েই হয়ত মাহি দেশের হয়ে প্রত্যাবর্তন করবে।

দেশপ্রিয় পার্ক

দেশপ্রিয় পার্ক

দেশপ্রিয় পার্কের এবারের মাতৃ মূর্তি অন্যবারের থেকে একেবারেই আলাদা। ময়ামায়ার অসীম শক্তির ঝলক ফুটে উঠছে প্রতিমায়।

অবসর ভেঙে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে রাজি ব্র্যাভো

অবসর ভেঙে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে রাজি ব্র্যাভো

একবছর আগে দেশের হয়ে অবসর নিয়ে নিলেও ব্র্যাভো সম্প্রতি বলেছেন, 'বোর্ড ও দল চাইলে তিনি অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে নিজের সার্ভিস দিতে তৈরি '। সঙ্গে জুড়েছেন, 'মাঠের বাইরের রাজনীতির জন্যেই দেশের হয়ে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন পরিস্থিতি পাল্টেছে। মাঠ ও মাঠের বাইরের লিডারশিপে বড় পরিবর্তন হয়েছে। দলে ফিরতে আমি তৈরি।'

বেহালা বরিশা দল

বেহালা বরিশা দল

অনেকটা নটরাজ মূর্তির আদলে তৈরি হয়েছে এখানের মাতৃ প্রতিমা।

 ৬৬ পল্লি

৬৬ পল্লি

কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে ৬৬ পল্লি অন্যতম। এখানে মাতৃ মূর্তি হয়েছে সাবেকি ধাঁচে। ডাকের সাজে অনন্য রূপে মন্ডপে অবস্থান করছে ময়ামায়া।

৪১ পল্লি

৪১ পল্লি

অধুনিকত্ব আছে কিন্তু তার সঙ্গে সাবেকিআনা ও বজায় রাখা হয়েছে ৪১ পল্লির প্রতিমায়। এককথায় ৪১ পল্লির প্রতিমা অনন্য সাধারণ।

১৭ পল্লি

১৭ পল্লি

এখানেও দেবী প্রতিমা নটরাজের মূর্তির আদলে তৈরি হয়েছে। প্রতিমা সজ্জাতেও মাটির অলংকার ব্যবাহর করা হয়েছে।

৯৫ পল্লি

৯৫ পল্লি

এখানের মাতৃ প্রতিমার হাতে কোনও অস্ত্র নেই। শান্তির দেবী হিসাবে ৯৫ পল্লির মন্ডপে অবস্থান করছেন মহামায়া।

English summary
ind vs wi: MS Dhoni will be there at T20 World Cup says Dwayne Bravo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X