For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপই আসল টার্গেট, বিরাট বললেন 'নো রিস্ক, নো গেইন'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি হারলেও চিন্তিত নন বিরাট।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি হারলেও চিন্তিত নন বিরাট। ম্যাচের পর কোহলি স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে তার টার্গেট ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ম্যাচগুলি এখন তার কাছে পরীক্ষা নিরীক্ষার। সঙ্গে বিরাট আরও জুড়ে বলেছেন, 'ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত সুনিশ্চিত করতে আমার কাছে এখন একটাই মন্ত্র নো রিস্ক, নো গেইন। '

সাংবাদিক বৈঠকে কী বললেন বিরাট

সাংবাদিক বৈঠকে কী বললেন বিরাট

বেঙ্গালুরুতে ম্যাচ হারের পর বিরাট বলেন, 'ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আর এই খেলায় আমাদের উন্নতি করতে গেলে প্রতিদিন ঝুঁকি তো নিতেই হবে। ক্রিকেটে ঝুঁকি না নিলে জেতা যায় না। সেজন্যই বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে ম্যাচে নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চেয়েছিলাম।' প্রসঙ্গত বেঙ্গালুরুতে রান তাড়া করার কাজ সহজ হলেও সেপথে হাঁটেনি ভারত। উল্টে টস জিতে প্রথমে ব্যাটিং নেন বিরাট। সেই নিয়ে বিরাট বলেছেন, 'টস জিতে ব্যাটিং নেওয়ার কথাই মাথায় ছিল।নিজেদের ব্যাটিংকে পরীক্ষার মুখে ফেলতে চেয়েছিলাম বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম'

বিশ্বকাপ নিয়ে কোহলির মন্তব্য

বিশ্বকাপ নিয়ে কোহলির মন্তব্য

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাট আরও বলেছেন, 'এই মুহূর্তে বিশ্বকাপই আমাদের মূল ফোকাস। আমাদের যে ধরনের বোলিং শক্তি রয়েছে, সেটা কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়লে কেমন পারফর্ম করে, সেটা কাল দেখা গেল। এভাবেই বিশ্বকাপকে ফোকাস করে প্রতিটি ম্যাচেই নিজেদের শক্তি-খামতি সবকিছু বুঝে নিতে হবে।'

ম্যাচে ভারতের পারফর্ম্যান্স

ম্যাচে ভারতের পারফর্ম্যান্স

ম্যাচে ভারত হতশ্রী ব্যাটিং করেছে। বিরাট যতই ঝুঁকি নেওয়ার কথা বলুন না কেন, রবিবার অতিরিক্ত ঝুঁকি নেওয়াই আদতে ভারতকে সমস্যায় ফেলে দিয়েছে। ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে ভারতের ইনিংস শেষ হয়। শিখর ৩৬ ছাডা় বাকিরা কেউই বলার মতো রান পাননি। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩.১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ম্যাচে ভারতীয় বোলাররা দাগ কাটতে পারেননি।

English summary
ind vs sa: Virat Kohli's believes No risk, no gain theory in cricket before t20 world cup in 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X