For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া: বদলে যাওয়া পেস ব্রিগেডে বিরাটদের বিরুদ্ধে বদলার স্বপ্ন অজি কোচের

ভারত বনাম অস্ট্রেলিয়া: বদলে যাওয়া পেস ব্রিগেডে বিরাটদের বিরুদ্ধে বদলার স্বপ্ন অজি কোচের

  • |
Google Oneindia Bengali News

দুবছর আগে অস্ট্রেলিয়া সফরে এসে টেস্ট সিরিজে অজিদের হারিয়েছিল ভারত। উপমহাদেশের প্রথম কোনও দল হিসেবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট হারিয়ে ইতিহাস তৈরি করেছিলেন বিরাট কোহলিরা। দরজায় কড়া নাড়ছে আরও একটি অস্ট্রেলিয়া সফর। সেই হারের এবার বদলা দেখতে চেয়ে প্রতিক্রিয়া অস্ট্রেলিয়ান কোন জাস্টিন ল্যাঙ্গারের।

বদলে যাওয়া অজি পেস ব্রিগেড

বদলে যাওয়া অজি পেস ব্রিগেড

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে যে দল নিয়ে অস্ট্রেলিয়া দুবছর আগে কোহলিদের বিরুদ্ধে সিরিজ হেরেছিল। সেই দলে এখন একাধিক পরিবর্তন রয়েছে। পাশাপাশি শক্তির বিচারেও অজিদের টেস্ট দলে এখন আগের দলের থেকে অনেকাংশে এগিয়ে। ২০১৯ সালে বিশ্বকাপের পরপর ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজ পুনরুদ্ধার করেছিল টিম পেইন অ্যান্ড কোম্পানি। বদলে যাওয়া পেস ব্রিগেডে ভর করেই এই কাজ করতে পারে অজিরা। এবার বিরাটদের বিরুদ্ধে ল্যাঙ্গারের বাজি অজি পেস আক্রমণ।

২ বছরে বোলাররা উন্নতি করেছে, বললেন ল্যাঙ্গার

২ বছরে বোলাররা উন্নতি করেছে, বললেন ল্যাঙ্গার

অজি সফরের টেস্ট সিরিজ নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। সেই সিরিজ নিয়ে ল্যাঙ্গার বলেন, 'বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে বদলে যাওয়া অজি পেস আক্রমণ কেমন বল করে সেই দিকে মুখিয়ে রয়েছি।'

ভারতের ব্যাটিংয়ে ধস নামাবে অজি পেস আক্রমণ

ভারতের ব্যাটিংয়ে ধস নামাবে অজি পেস আক্রমণ

ল্যাঙ্গার আরও বলেছেন, '২০১৮ সফরে অস্ট্রেলিয়া দল পারথে জয় ছিনিয়ে নেওয়ার পর মেলবোর্নে অস্ট্রেলিয়া ম্যাচ হেরে বসেছিল। আমাদের বোলাররা প্রায় ২ দিন বল করেও ভারতের ব্যাটিংয়ে ধাক্কা দিতে পারেনি। যেকারণে অস্ট্রেলিয়া পিছিয়ে গিয়েছিল। এবার কিন্তু এমনটা হবে না। দু'বছরে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ অনেক পাল্টে গিয়েছে। এখন অজিদের পেস আক্রমণে অনেক বেশি শক্তি ধরে। '

অজিদের টেস্ট দলে পেসার বিভাগে কারা রয়েছেন

অজিদের টেস্ট দলে পেসার বিভাগে কারা রয়েছেন

টেস্ট ক্রিকেটে বোলারদের মধ্য়ে একনম্বরে থাকা প্যাট কামিন্সের পাশাপাশি, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, শিন অ্যাবট, মিচেল নিসাররা রয়েছেন।

English summary
Ind vs Aus: Australian head coach can't wait to see his bowlers against Virat Kohli and Indian team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X