For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আম্পায়ার্স কল' নিয়ে আইসিসি-র সিদ্ধান্তেও বিরাট-কুম্বলে দ্বন্দ্বের গুঞ্জন, এলবিডব্লুর নিয়ম বদল

'আম্পায়ার্স কল' নিয়ে আইসিসি-র সিদ্ধান্তেও বিরাট-কুম্বলে দ্বন্দ্বের গুঞ্জন, এলবিডব্লুর নিয়ম বদল

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন মহলে সমালোচিত ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের 'আম্পায়ার্স কল' নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল আইসিসি। কিংবদন্তি অনিল কুম্বলে নেতৃত্বাধীন সংস্থার ক্রিকেট কমিটি এই ইস্যুতে সিলমোহর বসিয়ে দিয়েছে বলে জানানো হয়েছে। তা থেকে শুরু হয়েছে নতুন বিকর্কের জল্পনা। একই সঙ্গে লেগ বিফোর উইকেট বা এলবিডব্লু নিয়ে বেশকিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

আম্পায়ার্স কল

আম্পায়ার্স কল

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ চলার সময় ডিআরএস আবেদনে আম্পায়ার্স কলের জেরে ব্যাটসম্যান এবং বোলারদের প্রচুর ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। নানা মহল থেকে এই নিয়ম বদলানোর দাবি তোলা হয়। সেই তালিকায় ছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নামও। কিন্তু তাতে আমল দিল না আইসিসি। ফিল্ড আম্পায়দের হাতে ক্ষমতা প্রদানের লক্ষ্যে এই নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

ফের বিরাট বনাম কুম্বলে

ফের বিরাট বনাম কুম্বলে

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে আম্পায়ার্স কল এবং সফট সিগন্যালের জন্য একাধিক ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। দলের ক্ষিপ্ত অধিনায়ক বিরাট কোহলি নিয়ম পরিবর্তনের আবেদন জানিয়েছিলেন। বিষয়টি আইসিসি-র ক্রিকেট কমিটির আলোচনায় রাখ হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত বিরাটের ইচ্ছার বিরুদ্ধে নিয়েছে কিংবদন্তি অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি-র ওই কমিটি। তাতে দুই ভারতীয় রথীর পুরনো শত্রুতার বিষয়টি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা। উল্লেখ্য ২০১৭ সালে বিরাটের সঙ্গে দ্বন্দ্বের জেরে ভারতীয় দলের হেড কোচে পদ ছাড়তে হয়েছিল অনিল কুম্বলেকে। তবে থেকে দুই তারকার মধ্যে সম্পর্ক সাপে-নেউলে বলে মনে করা হয়।

আইপিএলেও আম্পায়ার্স কল

আইপিএলেও আম্পায়ার্স কল

আইসিসি তাদের সিদ্ধান্ত শোনানোর আগেই আম্পায়ার্স কল নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল বিসিসিআই। আগামী আইপিএলে এই নিয়ম থাকবে বলে জানিয়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। তবে ফিল্ড আম্পায়রদের সফট সিগন্যালের নিয়ম বিশ্বের সর্বাধিক জনপ্রিয় টি২০ টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।

লেগ বিফোর উইকেট

লেগ বিফোর উইকেট

১) আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী, ফিল্ড আম্পায়ারদের দেওয়া লেগ বিফোর উইকেট বা এলবিডব্লুয়ের নট আউটের সিদ্ধান্ত বদলাতে 'উইকেট জোন'-এর উচ্চতা স্ট্যাম্পের বেলসের ওপরের অংশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগে যা বেলসের নিচের অংশ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এতে যে ডেলিভারিগুলি কেবল বেলস ছুঁয়ে যেত, সেগুলি পড়ে যেত আম্পায়ার্স কলে।

২) লেগ বিফোর উইকেটের রিভিউয়ের সময় ব্যাটসম্যান শট খেলেছেন কিনা, তা ফিল্ডিং দল আম্পায়ারকে জিজ্ঞাসা করতে পারবেন।

৩) শর্ট রান নিয়ে বিতর্ক ঘোঁচাবেন তৃতীয় আম্পায়ার।

বিশ্বজয়ের দশ বছর পূর্তিতে অনুভূতির কথা জানালেন হরভজনবিশ্বজয়ের দশ বছর পূর্তিতে অনুভূতির কথা জানালেন হরভজন

English summary
ICC sticks with 'Umpire's Call', makes key changes to LBW review
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X