For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী ভাবে ওই শটটা খেললেন বিরাট এখনও বুঝে উঠে পারছেন না দুই অজি তারকা, ভূয়সী প্রশংসা কোহলির

কী ভাবে ওই শটটা খেললেন বিরাট এখনও বুঝে উঠে পারছেন না দুই অজি তারকা, ভূয়সী প্রশংসা কোহলির

Google Oneindia Bengali News

চলতি টি ২০ বিশ্বকাপে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন বিরাট কোহলি। দীর্ঘ রানের খরা কাটিয়ে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে তিনি জানান দিয়েছিলেন এখনও অনেক খেলা বাকি রয়েছে তাঁর মধ্যে। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি ২০ বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে হ্যারিস রউফকে ১৯তম ওভারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড যে ছয়টি মেরেছেন কোহলি তা দেখে সমর্থকদের মতো বিশেষজ্ঞরাও স্তম্ভিত।

কী ভাবে ওই শট খেললেন কোহলি এখনও বুঝে উঠতে পারছেন না মার্ক টেলর:

কী ভাবে ওই শট খেললেন কোহলি এখনও বুঝে উঠতে পারছেন না মার্ক টেলর:

ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টসে আলোচনার সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই নক্ষত্র মার্ক টেলর এবং ইয়ন চ্যাপেল বিস্ময় প্রকাশ করেছে হ্যারিস রউফকে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেলা কোহলির ছয় নিয়ে। মার্ক টেলর বলেছেন, "মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হ্যারিস রউফকে ব্যাক ফুটে গিয়ে স্ট্রেট ব্যাটে যে ছয়টা কোহলি মেরেছে তা এখনও আমার কাছে সেরা। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করেছিল বলটা। আমি এখনও বুঝতে পারিনি কী ভাবে ওটাকে বাউন্ডারির বাইরে পাঠাল কোহলি। আমি মনে করি যদি আমি ওই শটটা খেলতাম তা হলে মিড অন দৌড়ে ক্যাচ ধরার জন্য ওখানে ড্রাইভ মারত।"

কোহলির প্রশংসায় চ্যাপেল:

কোহলির প্রশংসায় চ্যাপেল:

ইয়ন চ্যাপেল বলেছেন, "কয়েক বছর আগে কোহলির (বিরাট কোহলি) একটা সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা। আমরা যখন ওকে জিজ্ঞাসা করেছিলাম কেন ও কোনও ফ্যান্সি শট খেলে না তখন ও বলেছিল, 'আমি চাই না ওই শটগুলো আমার টেস্ট খেলার মধ্যে প্রভাব ফেলুক।' বিরাটের সম্পর্কে বিভিন্ন অসাধারণ বিষয়ের মধ্যে এটা একটা। ভাল স্ট্রাইক রেটে সমস্ত রান করেছে ও এবং সাধারণ ক্রিকেটীয় শট খেলেই সেগুলো করেছে। মার্ক (টেলর) ব্র্যক ফুটে হিটিং স্ট্রেন্থের বিষয়ে বলেছে, যদি আপনি সেটা বাতাসে না মারেন তা হলে এটা একটি ক্রিকেটীয় শট। কিন্তু ও সেটা করেছে এবং ৯০ মিটার দূরে বল পাঠিয়েছে।"

চলতি টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির পারফরম্যান্স:

চলতি টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির পারফরম্যান্স:

টি ২০ বিশ্বকাপ ২০২২-এ ভারত যে চারটি ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটিতে অর্ধ-শতরান করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কম রানে আউট হওয়া ছাড়া পাকিস্তান, নেদারল্যান্ডস এবং বাংলাদেশের বিরুদ্ধে অর্ধ-শতরান হাঁকিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এখনও পর্যন্ত ২২০ রান করে এই প্রতিযোগীতার টপ স্কোরিং ব্যাটার কোহলি। চার ম্যাচের মধ্যে তিনটিতেই তিনি ছিলেন অপরাজিত এবং দু'টি ম্যাচে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

বিশ্বকাপে বিশ্ব রেকর্ড কোহলির:

বিশ্বকাপে বিশ্ব রেকর্ড কোহলির:

টি-২০ বিশ্বকাপের এই সংস্করণে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে তিনি ছাপিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মহেলা জয়বর্ধনেকে। কোহলির এই কৃতিত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জয়বর্ধনে স্বয়ং।

বিরাট কোহলি টি ২০ বিশ্বকাপেই ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের ঈর্ষণীয় রেকর্ড, কীভাবে? জানুনবিরাট কোহলি টি ২০ বিশ্বকাপেই ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের ঈর্ষণীয় রেকর্ড, কীভাবে? জানুন

English summary
Ian Chappell Lauds Virat Kohli and his stellar performance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X