For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের ইতিহাসে কেকেআরের সর্বোচ্চ স্কোরের তালিকা দেখে নেওয়া যাক

আইপিএলের ইতিহাসে কেকেআরের সর্বোচ্চ স্কোরের তালিকা দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

অন্যান্য দলের মতো আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারের আইপিএলে ভালো কিছু করতে দলগত শক্তিকেই হাতিয়ার বানাতে চলেছেন দীনেশ কার্তিকরা। সেই দলেরই কিছু সেরা ব্যাটিং পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২৪৫

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২৪৫

মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে ২০১৮ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছিল শাহরুখ খানের দল। কেকেআরের হয়ে ৩৬ বলে ৭৫ রান করেছিলেন সুনীল নারিন। ২৩ বলে ৫০ রান করেছিলেন অধিনায়ক দীনেশ কার্তিক। এখনও পর্যন্ত আইপিএলে এটিই কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ স্কোর।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৩২

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৩২

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ২০১৯ সালের আইপিএলের এক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছিল শাহরুখ খানের দল। কেকেআরের হয়ে ৪০ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আন্দ্রে রাসেল। ৪৫ বলে ৭৬ রান করেছিলেন শুভমান গিল। ক্রিস লিনের ব্যাট থেকে এসেছিল ২৯ বলে ৫৪ রান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআরের এই রান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২২২

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২২২

প্রথম আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান করেছিল শাহরুখ খানের দল। এখনও পর্যন্ত আইপিএলে এটিই কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় সর্বোচ্চ স্কোর।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২১৮

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২১৮

২০১৯ সালের আইপিএলে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান করেছিল শাহরুখ খান। কেকেআরের জার্সিতে ৫০ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রবিন উথাপ্পা। ৩৪ বলে ৬৩ রান করেছিলেন নীতীশ রানা। ১৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন আন্দ্রে রাসেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০৬

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০৬

২০১৯ সালের আইপিএল ঘরের মাঠে কেকেআরের সামনে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই লক্ষ্য পেরিয়ে গিয়েছিল শাহরুখ খান শিবির। সৌজন্যে আন্দ্রে রাসেলের ১৩ বলে ৪৮ রানের অতিমাবিক ইনিংস। ৩১ বলে ৪৩ রান করেছিলেন ওপেনার ক্রিস লিন। তালিকার পঞ্চম স্থানে রয়েছে আরসিবি-এর কেকেআরের এই ২০৬।

অ্যান্ডারসনের ৬০০-এর পর বুমরাহের জন্য টার্গেট বেঁধে দিলেন যুবরাজঅ্যান্ডারসনের ৬০০-এর পর বুমরাহের জন্য টার্গেট বেঁধে দিলেন যুবরাজ

English summary
Highest KKR totals in the history of IPL news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X