For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Auction 2022: মার্কি ক্রিকেটাররা কে কত দর পেলেন, কোথায় গেলেন ওয়ার্নার-রাবাডা-বোল্টরা দেখে নিন এক ঝলকে

মার্কি ক্রিকেটাররা কে কত দর পেলেন, কোথায় গেলেন ওয়ার্নার-রাবাডা-বোল্টরা দেখে নিন এক ঝলকে

Google Oneindia Bengali News

মার্কি ক্রিকেটারদের নিয়ে শুরু হয় ২০২২ আইপিএল-এর মেগা নিলাম। শিখরল ধাওয়ানকে দিয়ে শুরু হয় এ দিনের নিলাম, মার্কি লিস্টের শেষ ক্রিকেটার হিসেবে নিলামে ওঠেন ডেভিড ওয়ার্নার। এক নজরে দেখে নিন দশ মার্কি ক্রিকেটাররা কে কোন দল পেলেন।

শিখর ধাওয়ান (ভারত):

শিখর ধাওয়ান (ভারত):

শিখর ধাওয়ানকে দিয়ে শুরু হয় ২০২২ আইপিএল-এর মেগা নিলামের প্রথম দিন। ধাওয়ানের জন্য এ দিন আগ্রহ দেখায় মোট তিন ফ্রাঞ্চাইজি। এই তিন ফ্রাঞ্চাইজি হল দিল্লি ক্যাপিটলস, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। কিন্তু শেষ পর্যন্ত এই তারকা বাঁ-হাতি ব্যাটসম্যানকে পাওয়ার লড়াইয়ে বাজি জিতে নেয় পাঞ্জাব কিংস। ৮.২৫ কোটি টাকায় ধাওয়ানকে দলে ফেরাল দিল্লি ক্যাপিটলস।

রবিচন্দ্রন অশ্বিন (ভারত):

রবিচন্দ্রন অশ্বিন (ভারত):

এই তালিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে ওঠেন রবিচন্দ্রন অশ্বিন। গত দুই আইপিএল-এ দিল্লি ক্যাপিটলসের হয়ে খেলার এই অভিজ্ঞ স্পিনারকে পাঁচ কোটি টাকায় নিলাম থেকে দলে নিল রাজস্থান রয়্যালস। আইপিএল কেরিয়ারে অশ্বিনের ঝুলিতে রয়েছে ১৪৫টি উইকেট।

প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া):

প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া):

গত বার নিলামে ১৫.৫ কোটি টাকায় দল পাওয়া অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে এই বারও নিলাম থেকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। তবে গত বারে খরচ করা সাড়ে ১৫ কোটি টাকার অর্ধেকেরও কম টাকায় তাঁকে পেয়েছে কেকেআর। ৭.২৫ কোটি টাকায় কেকেআর-এর দলে এলেন প্যাট কামিন্স।

কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা):

কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা):

কাগিসো রাবাডা নিলামে উঠতেই ঝাঁপিয়ে পড়েন একের পর এক ফ্রাঞ্চাইজি। পাঞ্জাব কিংস এবং গুজরাত লায়ন্সের মধ্যে শেষ পর্যন্ত লড়াই চলে রাবাডাকে দলে নেওয়ার জন্য। ৯.২৫ কোটি টাকায় শেষ পর্যন্ত রাবাডার ডিল নিজেদের নামে করে পাঞ্জাব কিংস।

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড):

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড):

রাবাডার পরেই নিলামে ওঠেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ট্রেন্ট বোল্ট। যাঁরা রাবাডাকে বেশি অর্থের কারণে নিতে পারেননি তাঁরা দলে নেওয়ারা জন্য ঝাঁপায় রাবাডার মতোই কার্যকরী বোল্টকে। আট কোটি টাকায় বোল্টকে নিলাম থেকে তুলে নেয় রাজস্থান রয়্যালস।

শ্রেয়স আইয়ার (ভারত):

শ্রেয়স আইয়ার (ভারত):

শ্রেয়স আইয়ার যে এই নিলামে দাম পাবেন তা জানাই ছিল, কিন্তু তাঁর জন্য যে ঝাঁপি উজাড় করে ঝাঁপাবে কেকেআর তা অনেকেই হয়তো কল্পনা করতে পারেননি। দিনের প্রথম ক্রিকেটার হিসেবে দশ কোটি টাকার গণ্ডি পার করেন দিল্লি ক্যাপিটলসের প্রাক্তন অধিনায়ক। ফর্মে না থাকা ইয়ন মর্গ্যান এবং দীনেশ কার্তিককে ছেড়ে দেওয়া কলকাতা এই নিলাম থেকে নিজেদের নয়া অধিনায়ক বেছে নেওয়ার লক্ষ্যেও ছিল। ফলে শ্রেয়াসকে পেয়ে নয়া অধিনায়ক কে হবে সেই চিন্তাটা কিছুটা কমল শাহরুখ খানের দলের।

মহম্মদ শামি (ভারত):

মহম্মদ শামি (ভারত):

ট্রেন্ট বোল্ট এবং কাগিসো রাবাডাকে না পাওয়ার ফলে মহম্মদ শামির জন্য যে দলগুলি দৌড়াবে তা জানাই ছিল। বেশ কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে ৬.২৫ কোটি টাকায় ভারতীয় দলে এই অভিজ্ঞ পেসারকে সই করায় গুজরাত টাইটান্স।

ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা):

ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা):

কেরিয়ারের শেষ লগ্নে এসে গিয়েছেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক খুব বেশি দর পাবেন বলেন মনে করেনি অনেক বিশেষজ্ঞই। তবে চেন্নাই সুপার কিংসের এই প্রাক্তনীকে নেওয়ার জন্য কম লড়াই হয়নি ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে। ৭ কোটি টাকায় ফ্যাফকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা):

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা):

মনে করা হয়েছিল কুইন্টনকে নেওয়ার জন্য অনেক বেশি দর উঠতে চলছে কিন্তু যোগ্যতা এবং অভিজ্ঞতার দিক দিয়ে বিচার করলে খুব বেশি দাম পাননি দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৬.৭৫ কোটি টাকায় তাঁকে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়েন্টস।

 ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া):

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া):

মার্কি ক্রিকেটারদের তালিকায় অন্যতম ক্রিকেটার ছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর জন্য় দলগুলি ঝাঁপি উজাড় করে ঝাঁপাবে তা এক প্রকার ধরে নেওয়া হয়েছিল। কারণ ওয়ার্নার একার হাতে যে কোনও দলকে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখেন। ২০২১ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করার পিছনে প্রধান ভূমিকা নিয়েছিলেন তিনি। তবে আশানরূপ দাম পাননি ওয়ার্নার। তাঁরে ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটলস।

English summary
Total Number of ten Marquee players have taken part in the mega auction of IPL 2022. Players like David Warner, Pat Cummins, Shikhar Dhawan has grab the attention and get handsome amount in the purse from the auction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X