For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেজাজ হারিয়ে ক্যাচ মিস করা সতীর্থকেই চড় মারলেন পাকিস্তানের জাতীয় দলের এই ক্রিকেটার

মেজাজ হারিয়ে ক্যাচ মিস করা সতীর্থকেই চড় মারলেন পাকিস্তানের জাতীয় দলের এই ক্রিকেটার

Google Oneindia Bengali News

পাকিস্তানের বোলাররা একটু বেশিই আগ্রাসী হন, বিশেষ করে সেই দেশের পেসারদের আক্রমণাত্মক মানসিকতা সম্পর্কে ওয়াকিবহল অনেকেই। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের প্রতি ওয়াসিম আক্রমণ, ওয়াকার ইউনিস বা শোয়েব আখতারের আক্রমণাত্মক মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে বারংবার। কিন্তু নিজের দলের ক্রিকেটারে উপরই যে কোনও পাক বোলার আগ্রাসী আচরণ করতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। এমনই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটিয়েছেন হ্যারিস রউফ।

মেজাজ হারিয়ে ক্যাচ মিস করা সতীর্থকেই চড় মারলেন পাকিস্তানের জাতীয় দলের এই ক্রিকেটার

সোমবার পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্ডারের ম্যাচে দলের সতীর্থ কামরান গুলামকে চড় মারতে দেখা যায় রউফকে। এদিনের ম্যাচে চড় মারার ঘটনাটি ঘটার আগে রউফের ওভারে প্রতিপক্ষের ব্যাটার হজরতুল্লা জাজাইয়ের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন কামরান। সেই সময় এই ক্যাচ মিস করার পর কামরানের দিকে একরাশ ক্ষোভ নিয়ে একদৃষ্টে তাকিয়েছিলেন এই পেসার। তখন কোনও প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি রউফ'কে। এর তিন বল পর যখন মহম্মদ হ্যারিস'কে আউট করেন সেই ক্যাচটি নেন সেই কামরানই।

প্রতিপক্ষের ব্যাটারকে আউট করে উদযাপন করার সময় কামরান সামনে আসলে সজোরে তাঁকে চড় মেরে দেন রউফ। সেই ভিডিও ক্যামেরা বন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার সামনে পড়তে হয় পাকিস্তানি এই পেসারকে।

প্রতিপক্ষের ইনিংসের শেষের দিকে ওয়াহাব রিয়াজকে রান আউট করেন কামরান। তাঁর দুরন্ত থ্রো-এ প্রতিপক্ষের ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরার পর এগিয়ে আসেন হ্যারিস এবং জড়িয়ে ধরেন সতীর্থকে। পরে সব কিছু ঠিক ঠাক করে নেওয়ার চেষ্টা করলেও হ্যারিসের এই মেজাজ এবং আচরণ একাবেরই ভাল ভাবে নেয়নি ক্রিকেটপ্রেমীরা।

একের পর এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় এই আচরণের প্রতিবাদ করেছেন এবং ক্ষোভ উগড়ে দিয়েছেন হ্যারিসের দিকে।

English summary
An unexpected incidents occurred during a match in PSL. Pakistan cricketer Haris Rauf slap him during a match in PSL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X