For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিকের দাপটে সাউদাম্পটনে পরাস্ত ইংল্যান্ড, টি ২০ সিরিজে এগিয়ে গেল রোহিতের ভারত

Google Oneindia Bengali News

ব্যাটে-বলে অনবদ্য হার্দিক পাণ্ডিয়া। সাউদাম্পটনে টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম অর্ধশতরান তথা দলের হয়ে সর্বাধিক রান করার পর বল হাতে হার্দিক পাণ্ডিয়া তুলে নিলেন চারটি উইকেট। সাউদাম্পটনে প্রথমবার টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানে বড় জয় ছিনিয়ে নিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। শনিবার বার্মিংহ্যামে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে পরিবর্তন আসবে দুই দলেই। এজবাস্টন টেস্টে খেলা তারকারা টি ২০ দলে যোগ দেবেন।

শুরু থেকেই চাপে ইংল্যান্ড

জয়ের জন্য ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জস বাটলারের দল। প্রথম ওভারের পঞ্চম বলেই অধিনায়ক জস বাটলারকে বোল্ড করে দেন ভুবনেশ্বর কুমার। সাদা বলের ক্রিকেটে পাকাপাকিভাবে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন এ বছরের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী বাটলার। পঞ্চম ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে যথাক্রমে ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোনকে আউট করেন হার্দিক পাণ্ডিয়া। মালান ১৪ বলে ২১ রান করে বোল্ড হন, লিভিংস্টোন ৩ বলে শূন্য রান করে কট বিহাইন্ড। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৩২। সপ্তম ওভারের প্রথম বলে জেসন রয়কে ফেরান হার্দিক। রয় ১৬ বলে ৪ রান করে আউট হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৩।

দাপুটে জয় ভারতের

কখনও মনে হয়নি ইংল্যান্ড এই ম্যাচ জিততে পারে। কিছুটা চেষ্টা চালিয়ে মঈন আলি ও হ্যারি ব্রুক ৩৬ বলে ৬১ রান যোগ করেন। যদিও ব্রুকের দুটি ক্যাচ ফেলেন দীনেশ কার্তিক, একবার ভুবনেশ্বর কুমারের বলে, অপরটি হর্ষল প্যাটেলের ওভারে। ইয়ন মর্গ্যানের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ব্রুককে। এদিন তিনি ২৩ বলে ২৮ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হন। ১২.১ ওভারে দলগত ৯৪ রানের মাথায় ব্রুক আউট হওয়ার পর ওই ওভারের পঞ্চম বলেই মঈন আলি ইংল্যান্ডের ১০০ রানের মাথায় সাজঘরে ফেরেন। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে মঈন করেন ২০ বলে ৩৬।

ভারতের খামতি ফিল্ডিংয়ে

এদিন কার্তিক ক্রিস জর্ডনের ক্যাচও ফেলেন। সূর্যকুমার যাদব, দীপক হুডার মতো ক্রিকেটাররাও সহজ ক্যাচ ফেলেন। ফলে ভারতের জয় সত্ত্বেও ক্যাচ ফেলার মেলা নিঃসন্দেহে অস্বস্তিতে রাখবে মেন ইন ব্লুকে। ১৩.৫ ওভারে স্যাম কারান ৪ বলে ৪ রান করে হার্দিক পাণ্ডিয়ার চতুর্থ শিকার হন, ইংল্যান্ডের সপ্তম উইকেটটি পড়ে ১৩.৫ ওভারে ১০৬ রানে। ১৬তম ওভারের শেষ বলে হর্ষল প্যাটেলর শিকার হন টাইমাল মিলস। তিনি করেন ৮ বলে ৭, ইংল্যান্ড অষ্টম উইকেট হারায় ১২০ রানে। ১৮তম ওভারের শেষ বলে ১৩৫ রানে পড়ে নবম উইকেট। অভিষেক ম্যাচে রিস টপলে (৮ বলে ৯ রান)-র উইকেটটি তুলে নেন অর্শদীপ সিং। ম্যাক মার্কিনসনের উইকেটটিও তিনিই তুলে নেন। ১৭ বলে ২৬ রানে অপরাজিত থাকেন জর্ডন। অর্শদীপের ৩.৩ ওভারে ১টি মেডেন, ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ২টি উইকেট। হর্ষল প্যাটেল ৩ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। ভুবনেশ্বর কুমার ৩ ওভারে ১০ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে দেন ২৩ রান, কোনও উইকেট পাননি।

হার্দিক অনবদ্য

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রান তুলেছিল। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৩ বলে সর্বাধিক ৫১ রান করেন হার্দিক পাণ্ডিয়া। টি ২০ আন্তর্জাতিকে প্রথম অর্ধশতরানটি তিনি পূর্ণ করেন ৩০ বলে। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৯ বলে ৩৯ রান করেন সূর্যকুমার যাদব, তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩৩ রান করেন দীপক হুডা। অধিনায়ক রোহিত শর্মার সংগ্রহ ১৪ বলে ২৪। মঈন আলি ও ক্রিস জর্ডন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রিস টপলে, টাইমাল মিলস ও ম্যাট পার্কিনসন।

English summary
India Beat England In The First T20I In Southampton. Hardik Pandya Bags 4 Wickets After Scoring Maiden T20I Fifty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X