For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাশেজের মাঝেই ইংল্যান্ড শিবিরে করোনা হানা, অস্ট্রেলীয় ওপেন নিয়ে চিন্তায় উদ্যোক্তারা

অ্যাশেজের মাঝেই ইংল্যান্ড শিবিরে করোনা হানা, অস্ট্রেলীয় ওপেন নিয়ে চিন্তায় উদ্যোক্তরা

Google Oneindia Bengali News

অ্যাশেজের মাঝেই করোনা হানা ইংল্যান্ডের শিবিরে। মেলবোর্নে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর হওয়ার কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ডের দু'জন সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারের দুই সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে।
এই খবর বাইরের আসার সঙ্গে সঙ্গে দলের প্রত্যেক সদস্যের অ্যান্টিজেন টেস্ট করানো হয়। ততক্ষনে মাঠে যাওয়ার জন্য হোটেলের লবি'তে এসে উপস্থিত হয়েছেন বেন স্টোকস-জো রুট'রা। খুব বেশি হলে খেলা শুরু হওয়ার ৪৫ মিনিট আগে গোটা দলকে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়।

অ্যাশেজের মাঝেই ইংল্যান্ড শিবিরে করোনা হানা, অস্ট্রেলীয় ওপেন নিয়ে চিন্তায় উদ্যোক্তরা

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। ইংল্যান্ড দলের প্রত্যেক সদস্যের পিসিআর টেস্ট করা হবে এবং দুই দলকেই খেলার মধ্যে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

ওমনিক্রনের কারণে ফের উর্ধ্বমুখী অস্ট্রেলিয়া'র করোনা গ্রাফ। বিশেষ করে সিডনিতে আক্রান্তের সংস্যা অনেকটাই বেশি। এই সিডনিতেই অ্যাশেজের চতুর্থ টেস্ট খেলার কথা দুই দলের। তবে, অ্যাশেজ তার নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া হবে, জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি।

ইংল্যান্ডও চলতি বছরে এই একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ভারতীয় দলের সাপোর্ট স্টাফের একাধিক সদস্যের শরীরে কোভিড-১৯ ভাইরাস মেলায় বাতিল হয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টেস্ট।
শুধু ক্রিকেটেই নয়, অস্ট্রেলিয়ায় করোনা গ্রাফের বাড়বাড়ন্ত চিন্তায় রেখেছে অস্ট্রেলীয় ওপেনের আয়োজকদেরও। সিডনিতেই লাগামছাড়াভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এটিপি ক্রমতালিকায় ১৪ নম্বরে থাকা কানাডার ডেনিস সাপোভালোভের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে রবিবার। তিনি এই মুহূর্তে রয়েছেন সিডনি'তে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। গ্র্যান্ডস্ল্যাম শুরু হওয়ার এক সপ্তাহ আগে বিশ্ব টেনিসের অন্যতম তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিঃসন্দেহে উদ্বিগ্ন করবে অস্ট্রেলীয় ওপেনের সঙ্গে জড়িত আয়োজকদের। শুধু একা ডেনিস নন, করোনায় আক্রান্ত হয়েছেন রুশ টেনিস তারকা আন্দ্রে রুবলেভ। এই পরস্থিতিতে সুষ্ঠ ভাবে অস্ট্রেলীয় ওপেন আয়োজন করা এবং প্রতিটা প্রতিযোগী'কে নিরাপদ রাখাই বড় চ্যালেঞ্জ আয়োজকদের কাছে।

পয়লা জানুয়ারি থেকে শুরু হতে চলা মাল্টি-নেশন এটিপি কাপে রাশিয়ার হয়ে খেলার কথা ছিল রুবলেভের। সোমবার সোশ্যাল মিডিয়ায় কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কথা জানান রুবলেভ। তাঁর কথায়, "আপনাদের কিছু খবর দিতে চাই। আমি কোভিড-এ আক্রান্ত হয়েছি এবং এই মুহূর্তে আমি বার্সেলোনায় রয়েছি। খুব বেশি উপসর্গ আমার ছিল না। এই মুহূর্তে নিভূতবাসে আছি এবং ডাক্তারদের পরমার্শ মেনে চলছি। যেমনটা আপনার জানেন আমি সম্পূ্ণ ভ্যাকসিনেটেড এবং আসন্ন এটিপি কাপ ও অস্ট্রেলীয় ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমি কোর্টে ফেরার চেষ্টা চালাচ্ছি।"

English summary
Two member of England supporting staff with two of their family members tested positive for COVID 19. The team was undergoing a rapid antigen tests and they were given the all clear before the play begin. Andrey Rublev, World no 5 tennis star tested positive for COVID 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X