For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহম্মদ শামিকে টি ২০ বিশ্বকাপের দলে রাখার দাবি প্রাক্তনদের, ব্যতিক্রম আইপিএল ফ্র্য়াঞ্চাইজির হেড কোচ

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে ভারতীয় দলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ভারতীয় দলের অনভিজ্ঞ বোলিং লাইন-আপ। ভুবনেশ্বর কুমার শেষ ম্যাচে চার রানে পাঁচ উইকেট নিলেও দুটি ম্যাচে ডেথ ওভারে ডুবিয়েছেন। তা সত্ত্বেও ভুবনেশ্বর কুমার দলে থাকবেন বলে মনে করা হচ্ছে। জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেলদের অনুপস্থিতি পরিকলক্ষিত হয়েছে এশিয়া কাপের বোলিংয়ে। অসট্রেলিয়ার কন্ডিশনের কথা ভেবে তাই জোরালোভাবে উঠে আসছে মহম্মদ শামির নাম।

শামিকে খেলানোর দাবি শেহওয়াগের

শামিকে খেলানোর দাবি শেহওয়াগের

বীরেন্দ্র শেহওয়াগ ক্রিকবাজকে বলেছেন, শামিকে টি ২০ দলে না রাখার ভাবনা সঠিক পদ্ধতি নয়। দুই বছর আগে রবিচন্দ্রন অশ্বিনকেও ভাবনার বাইরে রাখা হয়েছিল। যেখানে চোটের কারণে দুই পেসার ছিলেন না, সেখানে এশিয়া কাপের দলে শামিকে রাখা যেত। আবেশ খান যখন খেলতে পারেননি, তখন শামিকে খেলানো যেতে পারতো। আমি বুঝতে পারছি ভারতীয় টিম ম্যানেজমেন্ট তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে। কিন্তু অস্ট্রেলিয়ায় শামির মতো অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজনীয়তা রয়েছে। গতিময় পিচে শামি কার্যকরী ভূমিকা নিতে পারবেন।

অংশুমানও চাইছেন

অংশুমানও চাইছেন

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়ও শামিকে টি ২০ বিশ্বকাপের দলে রাখার পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন, আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে, টি ২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে। সেখানকার উইকেট পেস বোলিং সহায়ক। শামির অভিজ্ঞতা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। শামি উইকেট তুলে নিতে পারদর্শী, ভালো বোলিংও করছেন। যে কোনও বোলার ব্যাটারদের রান আটকাতে পারেন, কিন্তু সঠিক সময় উইকেট তুলে নেওয়াটা অত্যন্ত জরুরি। আর সেটা খুব ভালোই পারেন শামি।

প্রাক্তন ক্রিকেটারদের জোরালো সওয়াল

প্রাক্তন ক্রিকেটারদের জোরালো সওয়াল

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও শামিকে টি ২০ দলে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন। শামিকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন। ভারতের প্রাক্তন উইকেটকিপার ও নির্বাচক সাবা করিম বলেন, শামি আইপিএলে ভালো খেলেছেন। ভালো ফর্মে ছিলেন। টি ২০ বিশ্বকাপের দলে তাঁকে রেখে বিশ্বকাপের আগে পর্যাপ্ত সুযোগ শামিকে দিতেই পারেন নির্বাচকরা। তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লালের কথায়, শামি বুমরাহর পর দেশের সেরা বোলার। তাঁকে অবশ্যই বিশ্বকাপের দলে রাখা উচিত। উইকেট নিতে পারেন এমন বোলারকেই খেলানো দরকার। শুধু রান আটকালেন এমন বোলারকে দরকার নেই। ব্যাটাররা এই ফরম্যাটে রান করেন। সেই গতি আটকাতে প্রয়োজন উইকেট তুলে নেওয়া। প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক কিরণ মোরে বলেন, রাহুল দ্রাবিড় প্রত্যেকের বিকল্প রাখতে পছন্দ করেন। বুমরাহর চোট সম্পর্কে আমার ধারণা নেই। তবে বুমরাহ থাকলেও শামিকেও টি ২০ বিশ্বকাপের দলে রাখা উচিত।

নেহরা চাইছেন না

নেহরা চাইছেন না

শামি গত বছর টি ২০ বিশ্বকাপের পর থেকে দেশের হয়ে টি ২০ খেলেননি। তবে আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করার পিছনে বড় অবদান রেখেছেন। হার্দিক পাণ্ডিয়ার দলের হয়ে শামি ১৬টি ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। শামি তাঁর কেরিয়ারে ১৭টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন, উইকেট রয়েছে ১৮টি, ইকনমি ৯.৫৪। গুজরাত টাইটান্স দলের হেড কোচ আশিস নেহরা যে টি ২০ বিশ্বকাপের সম্ভাব্য ভারতীয় দল বেছে নিয়েছেন তাতে জায়গা হয়নি শামির। এমনকী দীপক চাহারকেও রাখেননি। জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং ও ভুবনেশ্বর কুমারকে রেখেছেন। হার্দিক পাণ্ডিয়াও সিমারের ভূমিকা পালন করতে পারবেন। উল্লেখ্য, বুমরাহ, হর্ষলদের চোটের পরিস্থিতি দেখে নিয়ে ১৬ সেপ্টেম্বর ভারতের টি ২০ দল ঘোষণা করা হতে পারে।

English summary
Former India Cricketers Opine Mohammed Shami Should Be Included In India's T20 World Cup Squad. Shami Has Not Played Any T20Is Since Last Year's T20 World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X