For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো চার-পাঁচ জন রয়েছে, মন্তব্য বিশ্বকাপ জয়ী অজি তারকার

টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো চার-পাঁচ জন রয়েছে, মন্তব্য বিশ্বকাপ জয়ী অজি তারকা ব্রেট লি'র।

Google Oneindia Bengali News

একা রোহিত শর্মা নন, টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য চার-পাঁচ জন ক্রিকেটার রয়েছে মনে্ করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ব্রেট লি। ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়কের পদ থেকে বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার দু'সপ্তাহ পর এই বিষয়ে মুখ খুললেন লি।

টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো চার-পাঁচ জন রয়েছে, মন্তব্য বিশ্বকাপ জয়ী অজি তারকার

অস্ট্রেলিয়ার জার্সিতে বাইশ গডজে আগুন ঝড়ানো পেসার বলেছেন, "এটি বিরাট কোহলির সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। অ্যাশেজ এবং বিগ ব্যাশ লিগে বেশি নজর ছিল আমার। এই বিষয়ে আমি বেশি কিছু বলতে পারব না, এটা পুরোটা বিরাটের ব্যাপার। এই মুহূর্তে ভারতের চার-পাঁচ জন এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা টেস্ট ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে পারে। এখন পুরোটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। সময়ই বলবে বাকিটা।" ওমানে লেজেন্ডস লিগ ক্রিকেটের সাইডলাইনে দাঁড়িয়ে এএআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন লি।

সম্প্রতি অ্যাশেজে প্যাট কামিন্সের নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডতে ৪-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজে বিধ্বংসী অস্ট্রেলিয়া দল এবং কামিন্সের অধিনায়কত্ব প্রসঙ্গে গ্লেন ম্যাকগ্রার প্রাক্তন সতীর্থ বলেছেন, "অধিনায়ক হিসেবে খুব ভাল পারফর্ম করেছে প্যাট কামিন্স। ও প্রমাণ করে দিয়েছে যে একজন জোরে বোলারও দলের অধিনায়ক হতে পারে। ওর জন্য আমি প্রচণ্ড খুশি।" বর্তমানে লেডেন্ডস লিগ ক্রিকেটে ওয়ার্ল্ড জায়েন্টস-এর প্রতিনিধিত্ব করছেন লি।

স্টিভ ওয়া এবং রিকি পন্টিং-এর অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার সোনালি দলের অন্যতম সদস্য হয়ে উঠেছিলেন লি। দেশের জার্সিতে ৭৬টি টেস্ট ম্যাচে ৩১০টি উইকেট নিয়েছেন তিনি। দশবার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন লি। ব্যাট হাতে লোয়ার অর্ডারেও নির্ভরতা দিয়েছেন তিনি। তাঁর সংগ্রহে রয়েছে ১৪৫১ রান। পাঁতটি অর্ধশতরান রয়েছে ঝুলিত। ২১০টি ওডিআই ম্যাচে ৩৮০টি উইকেট পেয়েছেন ব্রেট লি। ৯টি ওডিআই ম্যাচে পাঁচটি করে উইকেট পেয়েছেন তিনি। ওডিআই ক্রিকেটে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ১১৭৬ রান। তিনটি অর্ধশতরানও রয়েছে। টেল এন্ডে ১৭.৮১ গড় তাঁর সর্বোচ্চ রান ৫৯।

English summary
Brett Lee feels there are four or five players who can lead Indian team. Lee is now at oman attending legend league cricket. During his conversation with ANI he explains his views on the captaincy issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X