For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরবর্তী অধিনায়ক কে হবে তা ঠিক করবে নির্বাচকরাই, স্পষ্ট বার্তা বিসিসিআই অধিকারিকের

পরবর্তী অধিনায়ক কে হবে তা ঠিক করবে নির্বাচকরাই, স্পষ্ট বার্তা বিসিসিআই অধিকারিকের

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পরের দিন বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় এখন নতুন দল নেতা ঘোষণা করতে হবে বিসিসিআই'কে। এনডিটিভি'কে বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, নির্বাচকমণ্ডলী নতুন টেস্ট অধিনায়েকর নাম সুপারিশ করবে এবং নতুন টেস্ট অধিনায়কের জন্য কোনও নাম নিয়ে এখনও আলোচনা হয়নি।

পরবর্তী অধিনায়ক কে হবে তা ঠিক করবে নির্বাচকরাই, স্পষ্ট বার্তা বিসিসিআই অধিকারিকের

দুই ম্যাচে টেস্ট সিরিজে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। ২৫ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ এই দু'টি টেস্ট খেলা হবে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, বিরাট কোহলি'র ছেড়ে যাওয়া দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে এখনও অনেক আলোচনা বাকি।

এক ঝলকে কী কী বলেছেন ওই আধিকারিক:

১, বিরাট কোহলির জায়গায় কে ভারতকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেবে তা নিয়ে কোনও আলোচনা হয়নি

২. ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা

৩. বিরাটের পরিবর্তে কে দায়িত্ব নেবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় রয়েছে।

৪. সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

৫. নির্বাচকরা সব রকম সম্ভবনা নিয়েই বিস্তারে আলোচনা করবেন

৬. চূড়ান্ত নামটি সুপারিশ করবে নির্বাচক মণ্ডলী

বিরাটের পরিবর্তে যাঁকেই দায়িত্ব দেওয়া হোক তাঁকেই কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে নতুন দায়িত্ব পালন করতে হবে কারণ ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে বিরাট যা করে গিয়েছেন সেই সাফল্যের ধারা বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং। বিরাটের নেতৃত্বে আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থানে পৌঁছেছিল ভারতীয় টেস্ট দল। আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিততে না পারলেও ফাইনালে উঠেছিল ভারত। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই দেশে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। এই সিরিজের শেষ টেস্ট ভারত চলতি বছরের মাঝামাঝি সময়ে খেলবে। বিরাটের অধিনায়কত্বে ঘরের মাঠে একটি টেস্ট সিরিজও হারেনি ভারত। ভারতের অধিনায়ক হিসেবে ৬৮টি টেস্টের মধ্যে ৪০টি টেস্টে জিতেছে ভারত। ১১টি ম্যাচ ড্র হয়েছে। ভারতীয় দল হেরেছে ১১টি টেস্টে।

English summary
A BCCI official has confirmed that the selection committee will make the final recommendation for next Test Captain of team India. He also informed enough time have to decide the name of next captain. The top official of BCCI informed these to NDTV.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X