For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক দশকে কোহলির বিবর্তন, ২০১১তে বিশ্বকাপে সেঞ্চুরি থেকে ২০১৯ তে অজিদের ডেরায় অজিদের টেস্টে হারানো

এক দশকে কোহলির বিবর্তন, ২০১১তে বিশ্বকাপে সেঞ্চুরি থেকে ২০১৯ অজিদের ডেরায় অজিদের টেস্টে হারানো...

  • |
Google Oneindia Bengali News

এক দশকে কোহলির 'বিরাট'বিবর্তন। শেষ দশ বছরে কোহলির সেরা ছটি প্রাপ্তি দেখে নেওয়া যাক।

২০১১---বিরাটের বিশ্বকাপ সেঞ্চুরি

২০১১---বিরাটের বিশ্বকাপ সেঞ্চুরি

২০১১ সালে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে কোহলি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ঢাকায় বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৮৩ বলে সেঞ্চুরি করেছিলেন কোহলি।

 ২০১২--- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে সেঞ্চুরি

২০১২--- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে সেঞ্চুরি

২০১২ সালে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে সেঞ্চুরি করে টেস্টে নিজের যোগ্যতা প্রমাণ করেন বিরাট কোহলি। অ্যাডিলেডে প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন বিরাট।

 ২০১৪--- টেস্টে অধিনায়কত্ব

২০১৪--- টেস্টে অধিনায়কত্ব

২০১৪ অস্ট্রেলিয়া সফরে ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাকাপাকিভাবে ভারতীয় টেস্ট দলের দায়িত্ব নেন কোহলি। এর আগে ঐ বছর ৯ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টে কোহলি ভারতকে নেতৃত্ব দেন।

২০১৬--- আইপিএলে বিরাটের ব্যাটিং দাপট

২০১৬--- আইপিএলে বিরাটের ব্যাটিং দাপট

২০১৬ সালে আইপিএলে বিরাটের ব্যাট রাজ করেছিল। ১৬ ম্যাচ খেলে বিরাট ৯৭৩ রান হাঁকিয়েছিলেন বিরাট। ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি হাঁকান বিরাট।

২০১৮---ইংল্যান্ডে বিরাট

২০১৮---ইংল্যান্ডে বিরাট

২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে বিরাট ৫৯৩ রান হাঁকিয়েছিলেন। ৫ ম্যাচের সিরিজে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি হাঁকান বিরাট।

২০১৯-- অজিভূমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়

২০১৯-- অজিভূমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়

২০১৯ সালে এরপর অধিনায়ক বিরাটের সর্বোচ্চ সাফল্য। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হারানোর কীর্তি গড়েন বিরাট। ভারত টেস্ট সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

English summary
EVOLUTION OF VIRAT KOHLI THIS DECADE, 2010-2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X