For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির অফ ফর্ম প্রসঙ্গে মুখ খুললেন দেশের তারকা উইকেটরক্ষক

বিরাট কোহলির অফ ফর্ম প্রসঙ্গে মুখ খুললেন দেশের তারকা উইকেটরক্ষক

Google Oneindia Bengali News

লাগাতার ব্যর্থতার কারণে বিরাট কোহলিকে নিয়ে কম কাটা-ছেঁড়া হচ্ছে না, একাধিক বিশেষজ্ঞ বিরাটকে বিশ্রাম নেওয়া পরামর্শ দিচ্ছেন। অনেকে আবার তাঁকে বয়ে বেড়ানো নিয়ে প্রশ্ন তোলাও শুরু করেছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বিরাটকে ঘরোয়া ক্রিকেটে খেলার কথাও বলতে পারে বোর্ড। তবে, এরই মধ্যে বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

বিরাট কোহলির অফ ফর্ম প্রসঙ্গে মুখ খুললেন দেশের তারকা উইকেটরক্ষক

রোহিতের মতোই বিরাট কোহলি এই দুঃসময়ে পাশে পেয়ে গেলেন সতীর্থ দীনেশ কার্তিককেও। প্রাক্তন ভারত অধিনায়কের সমর্থনে সোমবার দীনেশ কার্তিক বলেছেন, "দীর্ঘ সময় ধরে মারাত্মক সাফল্য পেয়েছেন বিরাট। এখন বিশ্রাম পাওয়ার পর দারুণ ভাবে ও ফিরে আসবে এবং দুরন্ত পারফর্ম করবে আশা রাখি। ওর মানের একজন ক্রিকেটারকে কখনওই আপনি বাইরে রাখতে পারবেন না।" ওয়েস্ট ইন্ডিজ সফরের বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি তাঁকে। ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে ভারত।

দীর্ঘ তিন বছর পর আইপিএল-এর ফর্মের ভিত্তিতে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন দীনেশ কার্তিক। এই ফিরে আসাটা যে একেবারেই সহজ ছিল না তা স্পষ্টই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, "এটা (ফিরে আসাটা) কখনওই সহজ ছিল না কিন্তু এর জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে আমায়। রিজার্ভ বেঞ্চেরও যা ক্ষমতা রয়েছে আমাদের তাতে এই প্রতিযোগীতা চলতেই থাকবে। এটাই ক্রিকেটের সৌন্দর্য্য।"

অস্ট্রেলিয়ায় হতে চলা টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সম্পদ হতে চলেছেন দীনেশ কার্তিক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সফরে ভারতের জার্সিতে দেখা যাবে দীনেশ কার্তিককে। ২৯ জুলাই থেকে ক্যারিবিয়ন দীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফর শুরু করবে ভারত। আসন্ন টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গেও দল পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে জানিয়েছেন কার্তিক। তিনি বলেছেন, "আসন্ন বিশ্বকাপের জন্য দল হিসেবে প্রস্তুতি নিচ্ছি আমরা। দলের মধ্যে দারুণ পরিবেশ রয়েছে। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা সকলকে সঙ্গে নিয়ে দারুণ ভাবে প্রস্তুতি সারছেন।" কার্তিক এ-ও জানিয়েছেন, বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াটা তাঁর লক্ষ্য নয়, তাঁর টার্গেট ভাল পারফর্ম করা।

English summary
Dinesh Karthik opens up on Virat Kohli's off form. He said players of Virat Kohli's caliber can not over looked.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X