For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইক্লোন ইয়াস থেকে রক্ষা করতে মাঠকর্মীদের জন্য মানবিক পদক্ষেপ সিএবি-র

Google Oneindia Bengali News

অভিমুখ বদলালেও সাইক্লোন ইয়াসের প্রভাবে ফের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বাংলা। কলকাতাতেও ঝড়ের সঙ্গে ভারী থেকে অতিভারীর বৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্যোগের প্রাক্কালে মাঠকর্মীদের জন্য মানবিক পদক্ষেপ করল সিএবি।

ইয়াস থেকে রক্ষা করতে মাঠকর্মীদের জন্য মানবিক পদক্ষেপ সিএবি-র

করোনা পরিস্থিতিতে এর আগে ইডেনের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সেফ হোম তৈরির লক্ষ্যে। সাইক্লোন ইয়াস তাণ্ডব চালানোর আগেই কলকাতা ময়দানের সমস্ত তাঁবুতে যাঁরা থাকেন তাঁদের জন্য কাল বিকেল থেকেই খুলে দেওয়া হবে ইডেনের দরজা। ময়দানের তাঁবুগুলিতে মাঠকর্মী, ক্যান্টিনকর্মীরা থাকেন। গাছপালা ভেঙে যাতে বড় কোনও অঘটন না ঘটে তা নিশ্চিত করতে প্রাকৃতিক দুর্যোগের সময় ইডেনের গ্যালারির নীচে তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করছে সিএবি।

ইয়াস থেকে রক্ষা করতে মাঠকর্মীদের জন্য মানবিক পদক্ষেপ সিএবি-র

আগামীকাল বিকেল থেকে ২৮ মে সকাল অবধি সেখানে থাকতে পারবেন মাঠকর্মীরা। এ ব্যাপারে সিএবি ইতিমধ্যেই তাঁদের অনুমোদিত সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে। এমনকী অন্যান্য ক্রীড়া সংস্থাদেরও যাদের তাঁবু ময়দানে রয়েছে এবং সেখানে যাঁরা থাকেন তাঁদেরও ইডেনে সরিয়ে নিয়ে আসার অনুরোধ করা হয়েছে।

ইয়াস থেকে রক্ষা করতে মাঠকর্মীদের জন্য মানবিক পদক্ষেপ সিএবি-র

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, আমাদের সিস্টেমের সঙ্গে মাঠকর্মীরা অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাঁদের অবদান অনস্বীকার্য। এই দুর্যোগের সময় তাঁদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। সেই কারণেই আমরা আমাদের কর্তব্যপালনে অবিচল থেকেই এই পদক্ষেপ করেছি। কোনও ক্লাব বা প্রতিষ্ঠান যদি তাঁদের মাঠকর্মীদের ইডেনে নিয়ে আসতে চান যে কোনও প্রয়োজনে তাঁরা যুগ্ম সচিব দেবব্রত দাসকে ৯৮৩১২৮৯৬০৭ নম্বরে ফোন করতে পারেন। ময়দানের সমস্ত তাঁবুতেই যাঁরা থাকেন তাঁদের সকলকেই ইডেনে নিয়ে আসা যেতে পারে।

English summary
CAB Have Decided To Make A Makeshift Shelter Arrangements For Groundsmen Ahead Of Cyclone Yaas. CAB President Avishek Dalmiya Says That We Must Ensure Their Safety In This Our Of Crisis.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X