For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাব্বায় ঐতিহাসিক জয় তৃতীয় স্থানে! টেস্টে ভারতের সেরা দুই রান তাড়া করে জয় কোন দলের বিরুদ্ধে?

গাব্বা টেস্টের ঐতিহাসিক জয় তৃতীয় স্থানে! ভারতের সেরা দুই রান তাড়া করে জয় কোন দলের বিরুদ্ধে?

  • |
Google Oneindia Bengali News

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় হাসিল করেছে ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলির অবর্তমানে টিম ইন্ডিয়ার এমন পারফরম্যান্সে বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। যদিও চতুর্থ ইনিংসে রান তাড়া করে ভারতের জয়ের নিরিখে গাব্বা থাকবে তৃতীয় স্থানে। তালিকার প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে কোন কোন ম্যাচ, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ব্রিসবেন টেস্টে ভারতের জয়

ব্রিসবেন টেস্টে ভারতের জয়

ব্রিসবেন টেস্টের চতুর্থ ইনিংসে ভারতকে ম্যাচ জিততে ৩২৮ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের পঞ্চম দিনে সেই রান টপকে ইতিহাস রচনা করেছে অজিঙ্ক রাহানে অ্যান্ড কোং। ১৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের রান তাড়া করে জয়ের নিরিখে গাব্বা থাকবে তৃতীয় স্থানে।

শীর্ষ স্থানে কোন ম্যাচ

শীর্ষ স্থানে কোন ম্যাচ

১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠ পোর্ট অফ স্পেনে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ ইনিংসে ভারতের সামনে ৪০৩ রানের লক্ষ্য দিয়েছিলেন ক্যারিবিয়ানরা। ৪ উইকেট হারিয়ে সেই লক্ষ্য অতিক্রম করেছিল মেন ইন ব্লু। ৪০৬ রানে থেমেছিল ভারতের ইনিংস।

দ্বিতীয় স্থানে কোন ম্যাচ

দ্বিতীয় স্থানে কোন ম্যাচ

২০০৮ সালের চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ ইনিংসে ৪ উইকেট হারিয়ে পাহাড়প্রমাণ ৩৮৭ রান তুলে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

গাব্বার পর দিল্লি

গাব্বার পর দিল্লি

২০১১ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা (বর্তমানে অরুণ জেটলি স্টে়ডিয়াম) স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে ম্যাচ জিতেছিল এমএস ধোনির দল।

English summary
Brisbane run chase is third successful for Team India in test cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X