For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IND vs ZIM: ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার তরুণ অলরাউন্ডার

ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন বাংলা এই তারকা অলরাউন্ডার

Google Oneindia Bengali News

চোট পাওয়া ওয়াশিংটন সুন্দরের পরিবর্তন বেছে নিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা ওয়াশিংটন সুন্দরের পরিবর্তন হিসেবে বেছে নিয়েছে বাংলার তরুণ অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় শিবিরের সঙ্গে থাকবেন ওয়াশিংটন.

ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন বাংলা এই তারকা অলরাউন্ডার

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময়ে কাঁধে চোট পান ওয়াশিংটন। এতটাই চোট গুরুতর ছিল যে তিনি ছিটকে যান জিম্বাবোয়ে ট্যুর থেকে। ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামবে ভারত।

শাহবাজ আহমেদ ভারতীয় ক্রিকেটে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে চলেছেন বিগত একাধিক মরসুমে। বাংলা দলের এই তরুণ অলরাউন্ডার রঞ্জি ট্রফিতে নিজের যোয্যতার প্রমাণ দিয়েছেন বিগত তিন মরসুমে। তাঁর পারফরম্যান্স নজর টানে আইপিএল-এর ফ্রাঞ্চাইজিদেরও। যদিও শেষ পর্যন্ত এই প্রতিভাবান অলরাউন্ডারকে দলে নিতে সমর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। গত আইপিএল অর্থাৎ ২০২২ আইপিএল-এ আরসিবির হয়ে ১৬ ম্যাচে ২১৯ রান করেন এই বাম হাতি ব্যাটিং অলরাউন্ডার। ১১৮.৭২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ওই মরসুমে শাহবাজ এবং তাঁর সর্বোচ্চ রান ছিল ৪৫। বল হাতে চারটি উইকেট পেয়েছিলেন তিনি।

বাংলার হয়ে খেলা ২৬টি লিস্ট এ ম্যাচে শহবাদ আহমেজের গড় ৪৭.২৮ এবং তাঁর স্ট্রাইক রেট ৯২.৪৫। দু'টি শতরান এবং দু'টি অর্ধ-শতরান রয়েছে তাঁর ঝুলিতে। শাহবাজের সঙ্গে জিম্বাবোয় সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলে অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন শার্দূল ঠাকুর, দীপক চাহার এবং অক্ষর প্যাটেল।

বিসিসিআই-এর তরফ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "সিনিয়র সিলেকশন কমিটি জিম্বাবয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে শাহবাজ আহমেদকে বেছে নিয়েছে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময়ে কাঁধে চোট পান ওয়াশিংটন। ১৮ অগস্ট হারারে স্পোর্ট ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচটি খেলবে ভারত।" পরবর্তী দু'টি ওডিআই ম্যাচও আয়োজিত হবে হারারেতে। এই ম্যাচ দু'টি হবে ২০ অগস্ট এবং ২২ অগস্ট।

BCCI: প্রয়াত বিসিসিআই-এর প্রাক্তন কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরিBCCI: প্রয়াত বিসিসিআই-এর প্রাক্তন কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরি

English summary
BCCI named Shahbaz Ahmed as the replacement for Washington Sundar for the ODI series against Zimbabwe. Shahbaz has impress through his all round skills in Ranji Trophy and IPL also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X