
আজহারউদ্দিন ও রায়ডুর মধ্যে কী ইস্যুতে বাগযুদ্ধ চরমে, বিস্তারিত জেনে নিন
তুমুল বাগযুদ্ধে জড়ালেন মহম্মদ আজহারউদ্দিন ও আম্বাতি রায়ডু। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে রাজ্যের রঞ্জি দল থেকে সরে দাঁড়ানোর জন্য আম্বাতি রায়ডুকে 'হতাশ ক্রিকেটার' বলে আক্রমণ করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক আজহার। তাঁর পাল্টা উত্তর দিয়েছেন রায়ডু।

শনিবার এক টুইট বার্তায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এইচসিএ-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু। তিনি এ ব্যাপারে তেলেঙ্গানার এক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। রায়ডুর অভিযোগ, এইচসিএ-র দুর্নীতি নিয়ে একাধিকবার সভাপতি মহম্মদ আজহারউদ্দিনকে জানানো সত্ত্বেও তিনি কোনও পদক্ষেপ করেননি।
এর পাল্টা জবাব আম্বাতি রায়ডুর তোলা অভিযোগ উড়িয়ে দেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন। রায়ডুকে 'হতাশ ক্রিকেটার' বলে কটাক্ষও করেন তিনি। উল্লেখ্য, ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর হতাশায় ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন আম্বাতি রায়ডু। পরে অবসর ভেঙে তিনি আবার ক্রিকেটে ফিরেও আসেন। সেই প্রসঙ্গ তুলেছেন আজহার।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Hi <a href="https://twitter.com/azharflicks?ref_src=twsrc%5Etfw">@azharflicks</a> let's not make it personal.da issue is bigger dan us.we both knw wats goin on in hca.u hav a god given opportunity to clean up hyd cricket.i strongly urge u 2 isolate urself from da seasoned crooks.u wil b savin generations of future cricketers. <a href="https://twitter.com/hashtag/cleanuphydcricket?src=hash&ref_src=twsrc%5Etfw">#cleanuphydcricket</a></p>— Ambati Rayudu (@RayuduAmbati) <a href="https://twitter.com/RayuduAmbati/status/1198523612187127808?ref_src=twsrc%5Etfw">November 24, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর পাল্টা হিসেবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিনকে, তাঁর মন্তব্য ব্যক্তিগতভাবে না নেওয়ার আবেদন করেছেন আম্বাতি রায়ডু। তাঁর অভিযোগ, বেছে বেছে অযোগ্য ক্রিকেটারদের রাজ্য দলে নেওয়া হচ্ছে। এর জেরে দেশের বিভিন্ন টুর্নামেন্টে হায়দরাবাদ পিছিয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন রায়ডু। এর বিহিত হওয়া প্রয়োজন বলে মনে করেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান।