For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বাংলা গান গেয়ে সোশ্যাল মিডিয়া কাঁপালেন চার্মিং ওয়ার্নার, সঙ্গী দুই মেয়ে

এবার বাংলা গান গেয়ে সোশ্যাল মিডিয়া কাঁপালেন চার্মিং ওয়ার্নার, সঙ্গী দুই মেয়ে

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে লকডাউনে দক্ষিণি সিনেমার গানের সঙ্গে নেচে আগেই ভাইরাল হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার বাংলা গান গেয়ে সোশ্যাল মিডিয়া কাঁপালেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। বাবার গান শুনে প্রাণখোলা হাসি চেপে রাখতে পারেনি ওয়ার্নারের দুই মেয়ে। ভিডিও দেখে হেসে কুটিপাটি নেটিজেনরাও।

এবার বাংলা গান গেয়ে সোশ্যাল মিডিয়া কাঁপালেন চার্মিং ওয়ার্নার, সঙ্গী দুই মেয়ে

আইপিএল খেলার সৌজন্যে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়তে চাইছেন ডেভিড ওয়ার্নার। করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি হয়ে থাকা অবস্থায় একের পর এক ভারতীয় সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে সপরিবারে নাচতে কিংবা গাইতে দেখা গিয়েছে অজি ওপেনারকে। ক্রমে দীর্ঘ হচ্ছে সেই তালিকা। তাতে নবতম সংযোজন বাঙালি শিল্পী রতন কারারের বিখ্যাত গান 'বড় লোকের বিটি লো'। সেই গানের এক লাইন নিজের মিউজিক ভিডিও-তে ব্যবহার করেছেন সঙ্গীত শিল্পী বাদশা। তাতে নেচেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

গানটি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। তার ব্যাপকতা এতটাই যে সুদূর অস্ট্রেলিয়ায় বসে সেই গানের সঙ্গে গলা মেলালেন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অন্যান্য লকডাউন ভিডিও-র মতো এবারও তিনি সোশ্যাল মিডিয়ায় নবরূপে ধরা দিয়েছেন। তা বেশ জনপ্রিয়ও হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রথমে গানটির সঙ্গে লিপ মেলাচ্ছেন ওয়ার্নার। গানটি বন্ধ হয়ে যাওয়ায় অজি ওপেনারের আসল গলা বেরিয়ে আসতেই তাঁর দুই মেয়ে হেসে গড়াগড়ি খেয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">😂😂 comedy <a href="https://twitter.com/hashtag/gendaphool?src=hash&ref_src=twsrc%5Etfw">#gendaphool</a> <a href="https://twitter.com/hashtag/fun?src=hash&ref_src=twsrc%5Etfw">#fun</a> <a href="https://twitter.com/hashtag/family?src=hash&ref_src=twsrc%5Etfw">#family</a> ⁦<a href="https://twitter.com/CandyFalzon?ref_src=twsrc%5Etfw">@CandyFalzon</a>⁩ <a href="https://t.co/bQIsw7S9YP">pic.twitter.com/bQIsw7S9YP</a></p>— David Warner (@davidwarner31) <a href="https://twitter.com/davidwarner31/status/1277086080676683776?ref_src=twsrc%5Etfw">June 28, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ। তবে সেরেও উঠেছেন প্রায় ৫৫ লক্ষ মানুষ। অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১০৪ জন। সে দেশে কবে ক্রিকেট শুরু হবে, তা কেউ হলফ করে বলে দিতে পারছে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান বলছে করনো ভাইরাসে বিশ্বে মৃত্যুর হার কমছে। আগের থেকে অনেক বেশি হারে সুস্থ হচ্ছেন আক্রান্ত মানুষ।

কেমন হতে পারে এটিকে-মোহনবাগানের জার্সি, পাওয়া গেল আভাসকেমন হতে পারে এটিকে-মোহনবাগানের জার্সি, পাওয়া গেল আভাস

English summary
Australian opener David Warner sung bengali song, video viral in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X