For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাশেজের প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, মিচেল মার্শকে নিয়ে বিশেষ পরিকল্পনা

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপ জয়ের পর এবার দেশের মাটিতে অ্যাশেজ নিজেদের দখলে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া। অ্যাশেজের প্রথম দুটি টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছেন নির্বাচকরা। একইসঙ্গে বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার 'এ' দল। এই দলে রয়েছেন টি ২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক মিচেল মার্শ। ব্রিসবেনে ৮ ডিসেম্বর প্রথম টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া টেস্ট দল অস্ট্রেলিয়ার 'এ' দলের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ব্রিসবেন টেস্ট চলাকালীন ইংল্যান্ড লায়ন্স অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে চারদিনের একটি ম্যাচেও মাঠে নামবে। এই ম্যাচটি হবে ডিসেম্বরের ৯ থেকে ১২ তারিখ অবধি।

অ্যাশেজের প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়া

ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হচ্ছে অ্যাশেজ। দ্বিতীয় টেস্ট দিন-রাতের, অ্যাডিলেডে শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর থেকে শুরু। ৫ জানুয়ারি থেকে চতুর্থ টেস্ট সিডনিতে। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট হবে পারথে, ১৪ জানুয়ারি থেকে। অস্ট্রেলিয়ার নির্বাচকরা জানিয়েছেন, প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। পরের টেস্টগুলিতে দলে রদবদল দরকার হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে নজর রাখা হবে 'এ' দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকেও।

অ্যাশেজের প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়া, মার্শকে নিয়ে বিশেষ পরিকল্পনা

ভারতের বিরুদ্ধে চলতি বছরের গোড়ায় যে টেস্ট শেষ খেলেছিল অস্ট্রেলিয়া তার প্রথম একাদশ থেকে অ্যাশেজে নেই ম্যাথু ওয়েড। তাঁর জায়গার জন্য লড়াই মূলত উসমান খাওয়াজা ও ট্রেভিস হেডের মধ্যে। ১৫ সদস্যের দলে রয়েছেন দেশের হয়ে এখনও একটিও টেস্ট না খেলা মাইকেল নেসের। তাঁর সঙ্গে ঝাই রিচার্ডসনকেও রাখা হয়েছে পেস আক্রমণের মজবুত বিকল্প তৈরি রাখার জন্য। জাতীয় নির্বাচক জর্জ বেইলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মার্কাস হ্যারিস ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করবেন। ঘরোয়া ক্রিকেটে হ্যারিস দারুণ ফর্মে রয়েছেন। গত মরশুমে সর্বাধিক রানের নিরিখে ক্যামেরন গ্রিনের পরে দ্বিতীয় স্থানে শেষ করা ট্রেভিস হেডও এবারের মরশুম ভালোভাবেই শুরু করেছেন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্ট খেলা খাওয়াজাও ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ফর্মে রয়েছেন। শেফিল্ড শিল্ডে তিনি এখনও অবধি সবচেয়ে বেশি রান করেছেন।

অ্যাশেজে অস্ট্রেলিয়ার প্রথম দুটি টেস্টের দল- টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রেভিড হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশানে, নাথান লিয়ঁ, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়া 'এ' দল- সিন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারে, হেনরি হান্ট, জশ ইনগ্লিস, নিক ম্যাডিসন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, মার্ক স্টেকেটি, ব্রাইস স্ট্রিট।

English summary
Australia Announced Ashes Squad As Travis Head and Usman Khawaja Set To Battle It Out For The Final Middle-Order Spot. Michael Neser And Jhye Richardson Are In The Squad As The Back-Up Quicks.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X