For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্শদীপ সিংয়ের পাশে বিরাট থেকে গাভাসকর, ভারতীয় পেসারের মায়ের সঙ্গে কথা পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর

Google Oneindia Bengali News

অর্শদীপ সিং পাকিস্তান ম্য়াচে আসিফ আলির সহজ ক্যাচ ফেলেছিলেন। ফলে বল হাতে দলকে ভরসা দিলেও এই ক্যাচ মিসের জন্য প্রবল আক্রমণের মুখে পড়লেন পাঞ্জাবের এই তরুণ পেসার। যদিও গতকালই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তারপরও আক্রমণের ব্যাপ্তি বাড়তেই থাকে। উইকিপিডিয়া পেজে তাঁকে খালিস্তানি তকমাও দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগ আক্রমণ করা হয় অর্শদীপকে।

অর্শদীপের পাশে কোহলি

বিরাট কোহলি গতকাল ম্যাচের শেষে অর্শদীপের ক্যাচ ফেলার প্রসঙ্গে বলেন, যে কেউ চাপের মুখে ভুল করতে পারেন। এটা বড় ম্যাচ ছিল। পরিস্থিতি বেশ কঠিন ছিল। আমার নিজের মনে পড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা। আমি শাহিদ আফ্রিদির বলে খারাপ শট খেলে আউট হয়েছিলাম। ভোর পাঁচটা অবধি তাকিয়ে ছিলাম ঘরের ছাদের দিকে। সারা রাত একটুও ঘুম আসেনি, জেগে কাটিয়েছিলাম। মনে হয়েছিল আমার কেরিয়ার বুঝি শেষ হয়ে গেল। আর সুযোগ পাব না। এই অনুভূতি স্বাভাবিক। কিন্তু এরপর পাশে ছিলেন সিনিয়র ক্রিকেটাররা। বিরাট আশা প্রকাশ করেন, অর্শদীপ ভুল থেকে শিক্ষা নেবেন। ভারতও পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে।

বেনজির আক্রমণ

অর্শদীপের উইকিপিডিয়া পেজে তাঁকে খালিস্তানি বলে চিহ্নিত করা হয়। কেন্দ্রীয় সরকার জবাবদিহি তলব করা উইকিপিডিয়া কর্তৃপক্ষ তা সংশোধন করে দেয়। গত জুলাইয়ে ইংল্যান্ডে অভিষেকের পর ৯টি টি ২০ আন্তর্জাতিকে ১৩টি উইকেট নিয়েছেন অর্শদীপ। আইপিএলে মাঝের ও ডেথ ওভারে দুরন্ত বোলিং তাঁকে জাতীয় দলে সুযোগ করে দেয়। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩ রানে ২ উইকেট নেন। হংকং ও গতকালের পাকিস্তান ম্যাচে পেয়েছেন ১টি করে উইকেট। শেষ ওভারে তাঁর বলেই পাকিস্তান জয়সূচক রান নিশ্চিত করে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হন অর্শদীপ।

গাভাসকরের পরামর্শ

অর্শদীপ সিংকে সুনীল গাভাসকর এই আক্রমণকে পাত্তা না দেওয়ার পরামর্শ দেন। সানি বলেন, আমি ইনস্টাগ্রাম ছাড়া কোনও সোশ্যাল মিডিয়ায় নেই। আমি বুঝি না কেন মানুষ এইসব বিরূপ মন্তব্যকে সিরিয়াসভাবে নেন! যারা এ সব বলে তারা কারা? যারা এ সব বলে তারা জীবনে হয়তো কোনওদিন দোকানে গিয়ে ব্যাটেই হাত দেয়নি। তাদের কোনও গুরুত্বই নেই। তা সত্ত্বেও তারা ক্রিকেট নিয়ে জ্ঞান বিতরণ করে চলেছে। এদের অবজ্ঞা করা উচিত।

পরিবারের পাশে

আজ অর্শদীপের মা বলজিৎ কৌরের সঙ্গে কথা বলেছেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমীত সিং মিত হায়ের। তিনি বলেন, গোটা দেশ অর্শদীপের সঙ্গে রয়েছে। ভারতীয় দল দেশে ফিরলে আমিও অর্শদীপের পরিবারের সঙ্গে গিয়ে তাঁকে রাজকীভাবে অভ্যর্থনা জানাব। আমার আশা দেশকে জিতিয়েই ফিরবেন অর্শদীপরা। অর্শদীপের বাবা-মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, আমরা ট্রোলকে পাত্তা দিই না। তবে এ সব মানসিকভাবে আরও শক্তিশালী করবে অর্শদীপকে। সমালোচনা না হলে কেউই উন্নতি করতে পারেন না। আবেগপ্রবণ হয়ে অনেকে অর্শদীপকে নানা কথা বলেছেন। কিন্তু এ সব অর্শদীপের খেলায় কোনও প্রভাব ফেলবে না।

কোচের কথায়

অর্শদীপ সিংয়ের কোচ যশবন্ত রাই বলেন, ক্যাচ ফেলা ম্যাচের অঙ্গ। সে কারণে এমন আক্রমণ কাম্য নয়। তাছাড়া ১৮তম ওভারে ক্যাচ ফেলার পরেও ভারত জেতার জায়গায় ছিল। বরং পাকিস্তানের ব্যাটারদের কৃতিত্ব দেওয়া উচিত ক্রিকেটপ্রেমীদের। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আবেগ থাকে। কিন্তু হার-জিত খেলার অঙ্গ। প্রথম ম্যাচে দুটি উইকেট নেওয়ার পর যাঁরা অর্শদীপের প্রশংসা করেছিলেন, তাঁরাই সমালোচনা বা আক্রমণ করছেন। আমি বলব ক্রিকেটপ্রেমীদের উচিত খেলা উপভোগ করা, প্লেয়ারদের ট্রোল করা নয়। তবে এতে অর্শদীপের উপর নেতিবাচক প্রভাব পড়বে না। উল্টে আরও ভালো পারফরম্যান্স তাঁর কাছ থেকে দেখার প্রত্যাশা কোচের।

এশিয়া কাপে টিকে থাকার লড়াই ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা জোরালোএশিয়া কাপে টিকে থাকার লড়াই ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা জোরালো

English summary
Asia Cup: Sports Minister Of Punjab Spoke To Arshdeep Singh's Mother. Sunil Gavaskar Slams Trollers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X