For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিংয়ে নজির গড়ল ভারত, বিশ্বরেকর্ড রোহিত শর্মার

Google Oneindia Bengali News

এশিয়া কাপে দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান তোলার দিকে এগিয়ে চলেছে ভারত। টি ২০ আন্তর্জাতিকে পাওয়ারপ্লে-তে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান এবং দ্রুততম ৫০ রানের দলগত নজিরও গড়ে ফেলেছে রোহিত শর্মার দল। ভারত অধিনায়ক নিজেও একটি অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন।

ঝোড়ো ব্যাটিংয়ে নজির গড়ল ভারত, বিশ্বরেকর্ড রোহিত শর্মার

টি ২০ আন্তর্জাতিকে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর রেকর্ডটি এতদিন ছিল নিউজিল্যান্ড মহিলা দলের ক্রিকেটার সুজি বেটসের দখলে। ১৩১টি ম্যাচে তাঁর মোট রান ৩,৫৩১। একটি শতরান ও ২২টি অর্ধশতরান রয়েছে। বেটসের হাত থেকে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের বিশ্বরেকর্ডটি আজ ছিনিয়ে নিলেন রোহিত শর্মা। পুরুষদের টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার নজির তিনি আগেই গড়েছিলেন। আজ রোহিত শর্মা ২৮ রান করে আউট হয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। ১২ রান করার সঙ্গে সঙ্গেই এদিন বিশ্বরেকর্ডটি তাঁর দখলে চলে আসে।

রোহিত শর্মা আজ ১৩৫তম টি ২০ আন্তর্জাতিক খেলছেন। তাঁর মোট রান এখন ৩,৫৪৮। রোহিত টি ২০ আন্তর্জাতিকে চারটি শতরান ও ২৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন। তাঁর ব্যাটিং গড় ৩১.৯৬ এবং স্ট্রাইক রেট ১৪০.০৭। পুরুষদের টি ২০ আন্তর্জাতিকে রোহিতের পরেই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ১২১টি ম্যাচে তাঁর রান ৩,৪৯৭। গাপটিলের পর তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

এদিকে, আজ টস জিতে ফিল্ডিং নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ৪.২ ওভারে ৫০ রান এসে যায়, টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে যা ভারতের দ্রুততম। ষষ্ঠ ওভারের প্রথম বলে রোহিত শর্মাকে আউট করেন হ্যারিস রউফ। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে তিনি ১৬ বলে ২৮ রান করেন। বড় শট খেলতে গিয়ে রোহিত ক্যাচ তুলে দেন। বল অনেক উঁচুতে উঠলেও তা খুশদিল শাহ তালুবন্দি করেন। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ৫৪ রান। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৬২। যা টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বাধিক পাওয়ারপ্লে স্কোর। সপ্তম ওভারের প্রথম বলে লোকেশ রাহুলকে ফেরান সাদাব খান। একটি চার ও দুটি ছয়ের সাহায্যে রাহুল ২০ বলে ২৮ রান করেন।

১০ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯৩। দশম ওভারের চতুর্থ বলে সূর্যকুমার যাদব মহম্মদ নওয়াজের শিকার। চারে নেমে সূর্য এদিন দুটি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৩ রান সংগ্রহ করেন।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস বিভ্রাট! সোশ্যাল মিডিয়ায় রবি শাস্ত্রীকে নিয়ে মিমের ছড়াছড়িএশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস বিভ্রাট! সোশ্যাল মিডিয়ায় রবি শাস্ত্রীকে নিয়ে মিমের ছড়াছড়ি

English summary
Asia Cup: Rohit Sharma Becomes The Highest Run Getter In All T20Is. India Make Confident Start Against Pakistan In Super 4 Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X