For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৩৯ বছরের ইতিহাসে প্রথমবার অ্যাশেজে এই পরিবর্তন আসতে চলেছে

১৩৯ বছরের ইতিহাসে প্রথমবার অ্যাশেজে এই পরিবর্তন আসতে চলেছে

Google Oneindia Bengali News

অ্যাশেজের কৌলিন্য নতুন করে বলে দেওয়ার মতো বিষয় নয়। বিশ্ব ক্রিকেটে যে ক'টি ঐতিহ্যশালী প্রতিযোগীতা রয়েছে তাদের মধ্যে অন্যতম অ্যাশেজ। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই দ্বৈরথ বিশ্ব ক্রিকেটকে সমৃদ্ধ করেছে। ঐতিহ্যশালী এই প্রতিযোগীতা হয়তো আয়োজিত হবে না ২০২৩ সালে মরসুমে।

ঐতিহ্যশালী অ্যাশেজ হয়তো স্থগিত থাকবে ২০২২-২৩ মরসুমে:

ঐতিহ্যশালী অ্যাশেজ হয়তো স্থগিত থাকবে ২০২২-২৩ মরসুমে:

শুক্রবার ডেইলি মেলে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ২০২৩ অ্যাশেজ স্থগিত থাকতে পারে এবং অগস্টে টেস্ট খেলা হবে না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "এই ধরনের সময়সূচি খেলাটির ঐতিহ্যবাহী সমর্থরদের মধ্যে বিরোধের সৃষ্টি করবে যারা সারা বিশ্বে টি-২০ ক্রিকেটের দাপাদাপিতে এই খেলার ভবিষ্যৎ ঘিরে চিন্তিত।" এরই সঙ্গে দ্য হান্ড্রেড প্রতিযোগীতার জন্য অনেক ক্রিকেটারকে খেলার সুযোগ চলে আসবে। অগস্টে যদি কোনও ম্যাচ যদি না রাখা হয় তা হলে সেটি অ্যাশেজের ইতিহাসে প্রথম হবে।

দ্য হান্ড্রেডকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে:

দ্য হান্ড্রেডকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে:

বিভিন্ন রিপোর্ট মারফত জানা যাচ্ছে দ্য হান্ড্রেড-এর জন্য ক্রিকেটারের যাতে পাওয়া যায় সেই কারণেই এমনটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আসন্ন অ্যাশেজে ইংল্যান্ড খেলবে বেন স্টোকসের নেতৃত্বে। ২০২১-২২ মরসুমে অ্যাশেজে কোনও ক্রমে হোয়াইটওয়াশ বাঁচিয়ে ছিল ইংল্যান্ড। ৪-০ ব্যবধানে প্যাট কামিন্সের নেতৃত্বে ঘরের মাঠে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড।

ঠাসা সূচিতে চাপে ক্রিকেটাররা:

ঠাসা সূচিতে চাপে ক্রিকেটাররা:

ঠাসা ক্রীড়া সূচিতে সারা বিশ্বে ক্রিকেট হচ্ছে। এই কারণে এ বছর অনুষ্ঠিত হওয়া 'হানড্রেড' টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো। ঠাসা আন্তর্জাতিক সূচির মধ্যে বিশ্রাম নিয়ে টেস্টের জন্য চাঙ্গা হয়ে উঠতে এমন সিদ্ধান্ত দুই তারকা ক্রিকেটারের।

পরের পর সিরিজ খেলছে ইংল্যান্ড:

পরের পর সিরিজ খেলছে ইংল্যান্ড:

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তার সঙ্গে ইংল্যান্ডে টেস্ট টিমের অবিচ্ছেদ্য সদস্য এমন অনেকেই রয়েছেন যাঁরা ভারতের বিরুদ্ধে টি-২০ এবং ওডিআই সিরিজেও খেলেছে। ১৭ অগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ ছাড়া সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ যা শুরু হবে অক্টোবর থেকে।

English summary
According to a report of Daily Mail, Ashes are set to be postponed and will not feature a Test in August. If this happens then this will be the first time when a test of Ashes will not be played in August.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X