For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL: ফাইনালের আগে অদ্ভুত পরিসংখ্যান চিন্তায় রাখবে গুজরাতকে, অসাধ্য সাধন একমাত্র করতে পেরেছে মুম্বই ইন্ডিয়ান্স

IPL: ফাইনালের আগে অদ্ভুত পরিসংখ্যান চিন্তায় রাখবে গুজরাতকে, অসাধ্য সাধন একমাত্র করতে পেরেছে মুম্বই ইন্ডিয়ান্স

Google Oneindia Bengali News

আইপিএল ২০২২-এর ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। মনে রাখার মতো এই মরসুম ট্রফি জিতেই শেষ করতে চাইবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটানস। বিশেষ কোনও প্রতিকূলতা ছাড়াই লিগ শীর্ষে শেষ করেছে গুজরাত টাইটানস। প্রথম বার আইপিএল-এ অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার মাধুর্য-ই আলাদা। প্রথম মরসুমেই তাই আইপিএল খেতাব জয়ের দিকে নজর রয়েছে গোটা গুজরাত টাইটানস শিবেরের।

IPL: ফাইনালের আগে অদ্ভুত পরিসংখ্যান চিন্তায় রাখবে গুজরাতকে, অসাধ্য সাধন একমাত্র করতে পেরেছে মুম্বই ইন্ডিয়ান্স

শুধু লিগ টেবিলের শীর্ষ স্থান অর্জন করাই নয়, প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছিল গুজরাত। প্লে-অফে সহজেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল ফাইনালে জায়গা করে নেয় হার্দিকের দল। এই নিয়ে দু'বারের সাক্ষাতে দু'বারই রাজস্থানকে হারায় গুজরাত।

তবে, ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে আইপিএল-এর অতীত পরিসংখ্যান একটু হলেও ভয়ে ভয়ে রাখবে গুজরাত টাইটানসের সমর্থকদের। আইপিএল-এর ইতিহাসে লিগ টেবলের শীর্ষে যেই দল শেষ করেছে সেই দল দশ বার ফাইনালে পৌঁছেছে। কিন্তু মাত্র চার বারই শীর্ষ স্থানে শেষ করা দল খেতাব জিততে সক্ষম হয়েছে এবং একমাত্র এই কাজটি করে দেখিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১১, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করে খেতাব জিতেছিল মুম্বই। অপর দিকে, লিগ টেবিলে যেই দল দ্বিতীয় স্থানে শেষ করেছে সেই দল ১১ বার ফাইনাল খেলেছে এবং চার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ৭ বার।

IPL: ফাইনালের আগে অদ্ভুত পরিসংখ্যান চিন্তায় রাখবে গুজরাতকে, অসাধ্য সাধন একমাত্র করতে পেরেছে মুম্বই ইন্ডিয়ান্স

প্রথম দুই স্থানে গ্রুপ পর্ব শেষ করা দুই দল আট বার ফাইনাল খেলেছে, যার মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দল জিতেছে পাঁচ বার। বাকি তিনবার শীর্ষ স্থানে থেকে খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।

যদিও এই ম্যাচের আগে গুজরাতকে আত্মবিশ্বাস জোগাবে এই মরসুমে দুই সাক্ষাতে দুই বারই রাজস্থানকে হারানোর স্মৃতি। গ্রুপ পর্বে ৩৭ রানে রাজস্থানকে পরাজিত করে গুজরাত এবং ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার ১-এ রাজস্থানকে তারা হারায় ৭ উইকেটে। জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যেই মাঠে নামবে গুজরাত।

English summary
A very ominous statistics that you must know before IPL 2022 final. This stat will even hound Gujrat Titan's fan also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X