For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বভারতীতে সেক্স র‍্যাকেট! বেসুরো অনুপমের মন্তব্যে জল্পনা

বিশ্বভারতীতে পাঁচিল তোলা নিয়ে এখনও বিতর্ক চলছে। পাঁচিল কাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তবে তারই মধ্যে বোলপুরের প্রাক্তন সাংসদ, তথা বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, তিনি বিশ্বভারতীর ছাত্র ছিলেন। সেখা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বভারতীতে পাঁচিল তোলা নিয়ে এখনও বিতর্ক চলছে। পাঁচিল কাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তবে তারই মধ্যে বোলপুরের প্রাক্তন সাংসদ, তথা বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, তিনি বিশ্বভারতীর ছাত্র ছিলেন। সেখানে সেক্স র‍্যাকেট চলে বলে তাঁর জানা নেই।

আল কায়েদার জাল মালদহেও! বিশেষ বিশেষ জায়গায় অভিযান এনআইএ-রআল কায়েদার জাল মালদহেও! বিশেষ বিশেষ জায়গায় অভিযান এনআইএ-র

উপাচার্য ও বিজেপি নেত্রীর দাবি

উপাচার্য ও বিজেপি নেত্রীর দাবি

বিশ্বভারতীতে পাঁচিল দেওয়ার সমর্থনে উপাচার্য বলেছিলেন, সেখানে অসামাজিক কাজকর্ম চলে। পাশাপাশি সেখানে সেক্স র‍্যাকেট চলে বলেও অভিযোগ লকরেছিলেন তিনি। এরপর রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালেরও অভিযোগ ছিল একই।

অভিযোগ ওড়ালেন অনুপম

অভিযোগ ওড়ালেন অনুপম

বিশ্বভারতীতে সেক্স র‍্যাকেটের অভিযোগ নিয়েই প্রশ্ন করা হয়েছিল অনুপম হাজরাকে। সেই সময় তিনি বলেন, তিনি বিশ্বভারতী ছাত্র ছিলেন। সেখানে সেক্স র‍্যাকেট চলে বলে তাঁর জানা নেই। ছোট থেকে তিনি এখানেই বড় হয়েছেন। ফলে এমন কিছু বলবেন না, যাতে রেপুটেশন খারাপ হয়।

যে বলেছেন, বিষয়টি তাঁর দায়িত্ব

যে বলেছেন, বিষয়টি তাঁর দায়িত্ব

বিশ্বভারতী নিয়ে কে কী বলেছেন, সেটা তিনি নিজের দায়িত্বে বলেছেন, জানিয়েছেন অনুপম।

বিশ্বভারতীতে বর্বরোচিত আক্রমণ

বিশ্বভারতীতে বর্বরোচিত আক্রমণ

তবে বিশ্বভারতীর পাঁচিল ভাঙা কাণ্ডের সমালোচনা করেছেন তিনি। তাঁর প্রশ্ন এর আগে কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কি কেউ দেখেছেন, জেসিবি মেশিন দিয়ে গেট ভাঙা হচ্ছে? ট্রাক্টরে করে আশপাশের গ্রাম থেকে লোক এনে যেভাবে হামলা করা হয়েছে, তা বর্বরোচিত বলেও মন্তব্য করেছেন তিনি। তৃণমূলকে নিশানা করে অনুপম বলেছেন, যে দলের যেমন কালচার।

English summary
Ex BJP MP Anupam Hazra says he didn't know any sex racket operates in Viswabharati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X