For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরভূমে বোমায় খুন দুই তৃণমূলকর্মী! সরিয়ে দেওয়া হল জেলার পুলিশ সুপারকে

শাসকদলের দুই কর্মী খুন, আর তার জেরেই বীরভূমে পুলিশ সুপারকে অপসারণ। যদিও সরকারের তরফে এই পরিবর্তনকে রুটিন বলেই বর্ণনা করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রায় ১০ মাস আগে তৃণমূলের এক নেতার হত্যার ঘটনার পরেই ১০ জনকে পুড়িয়ে মারার নৃশংস ঘটনা। যা নাড়িয়ে দিয়েছিল প্রশাসনকে। আর এবার সেই জেলাতেই রাতের অন্ধকারে বোমায় মৃত্যু হল দুই তৃণমূল কর্মীর। যার পরেই পুলিশ সুপারকে বদলির অর্ডার। যদিও শাসকদলের নেতারা এই বদলিকে রুটিন বদলি বলেই দাবি করেছেন।

বগটুইয়ের পরে মাড়গ্রামে হত্যাকাণ্ড

বগটুইয়ের পরে মাড়গ্রামে হত্যাকাণ্ড

গত বছরের ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। তারপরে তাণ্ডবলিলা চলে গ্রাম জুড়ে। কমপক্ষে ১০ টি বাড়িতে আগুন লাগানো হয়। সেই আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ জনের। সেই সময় পুলিশ সুপার ছিলেন এই নগেন্দ্রনাথ ত্রিপাঠী। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল সেই সময় ছিলেন জেলের বাইরে। প্রথমে তিনি শর্টসার্কিট থেকে আগুন লেগে মৃত্যুর কথা বলেছিলেন। যদিও পরে সত্যি সামনে আছে। আর তার প্রায় একবছরের মধ্যে পাশেই মাড়গ্রামে বোমা ফেটে দুই তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের একজন হলেন তৃণমূলের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ এবং সঙ্গে থাকা নিউটন শেখের। ঘটনাস্থলেই নিউটন শেখের মৃত্যু হলেও, লাল্টু শেখের মৃত্যু হয় এসএসকেএম হাসপাতালে। পরিবারের অভিযোগ বোমা ছুঁড়ে মারার পরে রড দিয়েও মারা হয়। এই খুনে তৃণমূলের নিশানায় বিরোধীরা। কলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিম ঝাড়খণ্ডের মাওবাদীদের এই খুনের জন্য দায়ী করেছেন। এই খুনের ঘটনা যখন ঘটে সেই সময়েও বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।

পুলিশ সুপারের বদলি

পুলিশ সুপারের বদলি

এদিকে এই ঘটনায় পরেই বীরভূমের পুলিশ সুপার নরেন্দ্রনাথ ত্রিপাঠীকে বদলির আদেশ ধরানো হয়। তাঁর বদলির আদেশে তারিখ রয়েছে ৪ ফেব্রুয়ারি। তাঁকে ডিআইজি পদে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের ওএসডি পদে বদলি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পদটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। তাঁর জায়গায় আনা হয়েছে সুন্দরবম পুলিশ জেলার সুপার থাকা ভাস্কর মুখোপাধ্যয়কে। অন্যদিকে কোটেশ্বর রাওকে পাঠানো হয়েছে সুন্দরবন পুলিশ জেলার এসপি পদে। তিনি পশ্চিমবঙ্গ অ্যান্টি কোরাপশন ব্যুরোর পুলিশ সুপার ছিলেন।

প্রশাসনের অবস্থান

প্রশাসনের অবস্থান

সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে প্রশাসনের তরফে ব্যাখ্যা দিয়ে বলে হয়েছে, এটি ছিল রুটিন বদলি। কেননা নগেন্দ্রনাথ ত্রিপাঠী আগেই ডিআইজি পদে উন্নীত হয়েছিলেন। সেই কারণে তাঁকে সরি যেতেই হত।

 বিরোধীদের নিশানায় সরকার

বিরোধীদের নিশানায় সরকার

এদিকে এই বদলি নিয়ে বিরোধীরা নিশানা করেছে শাসক তৃণমূলকে। সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলছেন, পুলিশ সুপারকে সরালে হবে না। তাঁকে বরখাস্ত করতে হবে। এই বগটুইয়ের মতো এই খুনের ঘটনাও তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই, অভিযোগ করেছেন বিরোধীদলের নেতারা।

Weather News: শীত বিদায়ে বিলম্ব, তাপমাত্রা স্বাভাবিকের নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসWeather News: শীত বিদায়ে বিলম্ব, তাপমাত্রা স্বাভাবিকের নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
After two tmc workers murder in Margram, Nabanna changes Birbhum SP Nagendranath Tripathi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X