For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়ক জানতেন খুন হতে পারেন, প্রকাশ্যে ক্যানিংয়ের তৃণমূল নেতা খুনের চাঞ্চল্যকর তথ্য

বিধায়ক জানতেন খুন হতে পারেন, প্রকাশ্যে ক্যানিংয়ের তৃণমূল নেতা খুনের চাঞ্চল্যকর তথ্য

Google Oneindia Bengali News

বগটুই কাণ্ডের ছায়া উঁকি দিচ্ছে ক্যানিংয়ে। প্রকাশ্যে রাস্তায় টিএমসির পঞ্চয়েত সদস্যকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুন করা হয়েছে তাঁর দুই সঙ্গীকেও। যেকোনও দিন খুন হতে পারেন পঞ্চায়েত সদস্য সেকথা নাকি জানতেন বিধায়ক। তারপরেও কেন তিনি পুলিশি িনরাপত্তার কোনও ব্যবস্থা করেননি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ক্যানিয়ে খুন টিএমসি নেতা

ক্যানিয়ে খুন টিএমসি নেতা

সকাল সাড়ে আটটা নাগাদ প্রকাশ্যে টিএমসি নেতাকে খুন করা হল। পঞ্চায়েত সদস্য টিএমসি নেতা একুশের জুলাইয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎ জনা কয়েক আততায়ী এসে তাঁদের গুলি করেন। একেবারে সামনে থেকে টিএমসি নেতা স্বপন মাঝিকে গুলি করে তারা। সকালে ভরা বাজারে ঘটেছে এই ঘটনা ক্যানিংয়ের গোপালপুর গ্রামের ঘটনাটি ঘটে। আততায়ীরা টিএমসি নেতার গলা কাটারও চেষ্টা করেছিল। সই পালানোর সময় তার দুই সঙ্গীকেও গুলি করে খুন করে আততায়ীরা।

জানতেন বিধায়ক

জানতেন বিধায়ক

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। খবর পেয়ে সেখানে যান বিধায়ক পরেশরাম দাস। তিনি জানিয়েছেন আগই নাকি স্বপন মাঝি নিজে খুন হতে পারেন বলে তাঁর কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি আরও জানিয়েছেন, স্বপন মাঝির আশঙ্কার কথা তিনি পুলিশকে জনিয়েছিলেন। এবং এদিন তঁকে বাড়িতে ডেকেছিলেন পুলিশের সঙ্গে কথা বলিয়ে দেবেন বলে। পুলিশ সুপারের সঙ্গে স্বপন মাঝির দুপুরে কথা বলিয়ে দেওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে খুন হতে হয়। তার আগেই তাঁকে খুন হতে হল বলে মন্তব্য করেছেন বিধায়ক।

প্রশ্ন উঠছে তৎপরতা নিয়ে

প্রশ্ন উঠছে তৎপরতা নিয়ে

বিধায়ককে যখন স্বপন মাঝি জানিয়েছিলেন তাঁর আশঙ্কার কথা তাহলে সঙ্গে সঙ্গে কেন পুলিশকে জানিয়ে তাঁকে নিরাপত্তা দেয়া হল না এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্চায়েত ভোটের আগে কি ফের টিএমসির গোষ্ঠী দ্বন্দ্ব মাথা চারা দিয়ে উঠেছে। এই নিয়ে প্রশ্ন উঠেছে। বগটুই কাণ্ডে এর আগে প্রকাশ্যে এসেছে টিএমসির দ্বন্দ্ব। তার জেরেই খুন হতে হয়েছিল ভাদু শেখকে। তারপরই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৯ জনকে পুড়িয়ে হত্যা করা হয়ছিল সেখানে।

বিজেপির চক্রান্ত দাবি শওকত মোল্লার

বিজেপির চক্রান্ত দাবি শওকত মোল্লার

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন বিজেপিই চক্রান্ত করে খুন করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। স্বপন মাঝি সক্রিয় সদস্য ছিলেন। বাকি যে দুজনকে খুন করা হয়েছে তারাও ছিলেন বুথ স্তরের সদস্য। পঞ্চায়েত ভোটের আগে তাই টার্গেট করেই তিনজনকে খুন করা হয়েছে। বিজেপি জিততে পারবে না েজনেই খুনের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
TMC MLA know Caning TMC leader may murdered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X