For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মাওবাদী শীর্ষ নেতাকে গ্রেফতার করল NIA

বড়সড় সাফল্য এনআইএ! কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মাওবাদী শীর্ষ নেতাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরেই এই মাও নেতার খোঁজ চালানো হচ্ছিল। অবশেষে বাংলা থেকে গ্রেফতার করা হল ওই মাওবাদী নেতাকে। ধৃত ওই মাওবাদীর ন

  • |
Google Oneindia Bengali News

বড়সড় সাফল্য এনআইএ! কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মাওবাদী শীর্ষ নেতাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরেই এই মাও নেতার খোঁজ চালানো হচ্ছিল। অবশেষে বাংলা থেকে গ্রেফতার করা হল ওই মাওবাদী নেতাকে। ধৃত ওই মাওবাদীর নাম সম্রাট চক্রবর্তী জানা যাচ্ছে।

মাওবাদী শীর্ষ নেতাকে গ্রেফতার করল NIA

আরেক নাম নির্মান বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মাও নেতার গ্রেফতারের পরেই বাংলার মাও অধ্যষিত এলাকায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই মাওবাদী শীর্ষ নেতা সম্রাটের খোঁজ চালাচ্ছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র আধিকারিকরা। কিন্তু বারবার তদন্তকারীদের হাত ফস্কে যাচ্ছিলেন বলে অভিযোগ। তবে গত কয়েকদিন ধরেই সম্রাটের মোবাইল টাওয়ার ট্র্যাক করা হচ্ছিল। আর তা করেই সাফল্য আসে এনআইএ'র।

দেখা যায়, গত কয়েকদিনে নদিয়া, উত্তর ২৪ পরগণা সহ বিভিন্ন জায়গাতে সম্রাটের টাওয়ার লোকেশন পান তদন্তকারীরা। সেই মতো গভীর রাতে তল্লাশি শুরু হয় গোয়েন্দা আধিকারিকদের। বিভিন্ন জায়গাতে তল্লাশি চালান তাঁরা। বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এরপরেই কল্যানী এক্সপ্রেসওয়ে থেকে সম্রাটকে এনআইএ'য়ের গুয়াহাটি শাখার তদন্তকারীরা গ্রেফতার করে। এমনটাই জানা যাচ্ছে।

সে রাজ্যের একটি মামলাতেই সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক অভিযোগ রয়েছে। বলে রাখা প্রয়োজন, ধৃত সম্রাট বাম আমলের এক প্রাক্তন মন্ত্রীর আত্মীয় হন। শুধু তাই নয়, মাও রাজ্য কমিটির সক্রিয় সদস্য সম্রাট ছিলেন বলেও জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।

জানা যাচ্ছে, খুব শীঘ্রই গুয়াহাটি নিয়ে যাবে এনআইএ। সেখানেই তাঁকে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে। শুধু তিনিই নয়, তাঁর সঙ্গে আর কে কে আছে এই বিষয়ে সম্রাটকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে। এমনকি মাও কার্যকলাপ নিয়েও ধৃতকে জেরা করা হতে পারে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই লালগড়, ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকায় মাও কার্যকলাপ বাড়ছে বলে খবর আসে। এমনি একাধিক মাও পোস্টার উয়দ্ধার হয়। সেই মতো কড়া সতর্কতা জারি করা হয়। ব্যাপক তল্লাশিও চলে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। তেমন বড় কিছু অঘটন ঘটেনি।

তবে বাংলা থেকে শীর্ষ মাও নেতা গ্রেগতার ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় বেশ কিছু জায়গাতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। যদিও সরকারি ভাবে এই বিষয়ে কেউ কিছু জানায়নি।

English summary
nia arrest mao leader samrat from kalyani expressway in bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X