For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mithun Chakraborty: নাম তুফান, বাসন্তীতে আওড়ালেন সংলাপ! পঞ্চায়েতে বিজেপি জিতলে পাকা বাড়ির আশ্বাস মিঠুনের

Mithun Chakraborty: নাম তুফান, বাসন্তীতে সংলাপ আওড়ালেন! পঞ্চায়েতে বিজেপি জিতলে পাকা বাড়ির আশ্বাস মিঠুনের

  • |
Google Oneindia Bengali News

তিনি সাধারণের মতোই বিজেপির ক্যাডার। বক্তৃতা দিতে বললে তা পারবেন না। তাই খুব ছোট করে বলবেন। বাসন্তীতে সভা শুরুর আগে এমনটাই বললেন মিঠুন চক্রবর্তী। তবে তিনি সভায় যেমন পাকা বাড়ির আশ্বাস দিয়েছেন, আবার সংলাপও আওড়েছেন। স্বভাবতই খুশি সভায় আসা বিজেপি সমর্থক থেকে সাধারণ মানুষ, সবাই।

বিশ্বাস রাখুন বিজেপির ওপরে

বিশ্বাস রাখুন বিজেপির ওপরে

সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে বিজেপির কারও আত্মীয় হতে হবে না। এদিন বাসন্তীতে বিজেপির সমাবেশে এমনটাই বললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে তৃণমূলের লতায়-পাতায় আত্মীয় হতেই হবে। কিন্তু এব্যাপারে বিজেপির ওপরে বিশ্বাস রাখার আবেদন করেন মিঠুন চক্রবর্তী।

 আধার কার্ড, ভোটার কার্ড থাকলেও হবে

আধার কার্ড, ভোটার কার্ড থাকলেও হবে

মিঠুন চক্রবর্তী এদিন বলেন, যদি আধার কার্ড-ভোটার কার্ড থাকে, তাহলে এই দেশ থেকে কেউ বের করে দিতে পারবে না। তিনি বলেন, যদি না মনে যান, লোকসভা নির্বাচন নয়, পঞ্চায়েত নির্বাচনে জিতে দেখাবেন, যাঁদের কাঁচা বাড়ি আছে, তাঁদের পাকা বাড়ি হবে। যা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তার জন্য বিজেপি হতে হবে না কিংবা কোনও নেতার ঘনিষ্ঠ হতে হবে না, আশ্বস্ত করেন তিনি।

ডায়লগের আব্দার

ডায়লগের আব্দার

মিঠুন চক্রবর্তী রাজনীতির কথা বলছেন, কিন্তু সভা থেকে ভেসে আসছে চলচ্চিত্রে তাঁর ডায়লগ। কেউ আবার ডায়লগের জন্য আব্দার করছেন। কোনও সময় মিঠুন বলছেন, নো মোর ডায়লগ। আবার কোনও সময় বলছেন উল্টোপাল্টা ডায়লগ বলতে পারবেন না। তবে ডায়লগই তাঁর পেশা। সেই করেই তিনি খান। এরপরেই তিনি বলেন, একটাই তিনি বলবেন। শুরু করেন, নাম তুফান, বছরে এক-আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে। আর যখন যাই, তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেরায়।

চশমা খোলার আব্দার

চশমা খোলার আব্দার

সভায় যাওয়া মানুষজন একটা সময় আব্দার করেন চশমা খুলুন। সেই সময় মিঠুন বলে, যদি চশমা না পরতেন, তাহলে যেভাবে ফুল ছোড়া হচ্ছে, তাতে তার চোখই যেত। এরপরেই তিনি অবশ্য চশমা খুলে হাত নাড়েন। বাসন্তীর সোনাখালির সভায় হাজির ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। দিদির দূতজের ভূত বলে উল্লেখ করে ঝাঁটা দিয়ে তাড়ানোর আহ্বান করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি ছাড়া অন্য কেউ উন্নয়ন করতে পারবে না। সেখানে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার ডাক দিয়ে এক কিমি পদযাত্রায় অংশ নেন মিঠুন চক্রবর্তী-সহ অন্য বিজেপি নেতারা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন নোবেলজয়ীরা? জানতে আগ্রহী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন নোবেলজয়ীরা? জানতে আগ্রহী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

English summary
Mithun Chakraborty assures of Pakka house if BJP wins in the panchayat election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X