For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ পথেই রোড শো ছেড়ে গাড়িতে উঠলেন অমিত শাহ! হইহই কর্মীদের মধ্যে

মাঝ পথেই রোড শো ছেড়ে গাড়িতে উঠলেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

মাঝ পথেই রোড শো ছেড়ে গাড়িতে উঠলেন অমিত শাহ। নারায়ণপুরে সভা শেষে ক্যানিংয়ের রোড শোয়ে অংশ নেন তিনি। আর সেখান থেকে শুরু হওয়া র‍্যালি স্টেট ব্যাংক মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু গিয়েই গাড়ি থেকে নেমে পড়েন অমিত শাহ। আর নিজের গাড়িতে উঠে পড়েন। নির্ধারিত জায়গায় রোড শো শেষ হওয়ার আগেই অমিত শাহ র‍্যালি শেষ করাতে শুরু হয়েছে জোর জল্পনা।

কাকদ্বীপে রোড শোয়ে ছিল উপছে পড়া ভিড়

কাকদ্বীপে রোড শোয়ে ছিল উপছে পড়া ভিড়

নামখানায় অমিত শাহের সভা শেষ হওয়ার পরেই কাকদ্বীপে শুরু হয় রোড শো। বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারেই সামনেই ছিলেন। বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় শাহর দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এই রোড শো। ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ অন্যান্য নেতারা। ভিড়ের চাপে কয়েক কিমি রাস্তা যেতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। ক্যানিংয়ের স্টেট ব্যাংক মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল শাহের। কিন্তু ভিড়ের চাপে যার ফলে তাঁর কর্মসূচিতে বেশ কিছুটা দেরিই হয়ে যায় অমিত শাহের।

কর্মসূচিতে কাটছাঁট করেন অমিত শাহ

কর্মসূচিতে কাটছাঁট করেন অমিত শাহ

একেবারে ঠাসা কর্মসূচিতে বাংলা সফর অমিত শাহের। সকাল থেকে একের পর এক কর্মসূচি ছিল শাহের। আর তা করতে গিয়ে বেশ কিছুটা সময় চলে যায়। ফলে শাহের কর্মসূচিতে বেশ কিছু কাটছাঁট করতে হয়। আর তা করতে হয় বলেই রোড শো শেষ হওয়ার আগেই তাঁকে গাড়ি থেকে নেমে যেতে হয়। যদিও তাঁকে ছাড়াই অন্যান্য নেতৃত্বকে নিয়ে সুসজ্জিত রথ কিংবা গাড়ি এগিয়ে যায়। পূর্ব নির্ধারিত জায়গাতেই শেষ হয় শোভাযাত্রা। কিন্তু শাহের আর যাওয়া হয়নি।

ভিড় দেখে বাংলা দখলে আত্মবিশ্বাসী অমিত শাহ

ভিড় দেখে বাংলা দখলে আত্মবিশ্বাসী অমিত শাহ

এক সপ্তাহের ব্যবধানে কার্যত বাংলায় ফের এলেন অমিত শাহ। রাজনৈতিক সভা করা থেকে একগুচ্ছ কর্মসূচি ছিল এদিন। আর যার মধ্যে অন্যতম ছিল কাকদ্বীপে রোড শো। এদিন রোড শো কয়েক হাজার মানুষের ভিড় ছিল, এমনটাই দাবি বিজেপির। আর ভিড় দেখে রীতিমত আপ্লুত খোদ অমিত শাহ নিজে। পরে সাংবাদিকদের বলেন, এই ভিড় প্রমাণ করে দিয়েছে যে বাংলায় বিজেপি আসতে চলেছে। সংখ্যাগরিষ্ঠের বেশী আসন নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতা দখল করবে বলে দাবি করেছেন অমিত শাহের। যদিও দক্ষিণ ২৪ পরগণার কর্মিসভা থেকে পালটা চ্যালঞ্জ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, এই রাজ্যে একেবারে সাফ হয়ে যাবে বিজেপি

সংখ্যাগরিষ্ঠের বেশি আসন নিয়ে বাংলায় আসবে তৃণমূল

সংখ্যাগরিষ্ঠের বেশি আসন নিয়ে বাংলায় আসবে তৃণমূল

পৈলানের কর্মিসভা থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বাংলা থেকে সাফ হয়ে যাবে। ২০০ বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। অন্যদিকে, অভিষেক জানিয়েছেন, গোটা রাজ্যে ঘুরে তিনি আত্মবিশ্বাসী যে বিজেপি বলে কিছু নেই। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নবান্নে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ই ফিরবেন বলে দাবি ডায়মন্ডহারবারের এই সাংসদ।

English summary
ahead of west bengal election 2021 amit shah road show at canning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X