For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৫তম স্বাধীনতা দিবসের গান, নতুনভাবে ‘‌বন্দেমাতরম’ গাইলেন নব প্রজন্মের তরুণ শিল্পীরা‌

Google Oneindia Bengali News

সোমবার, ১৫ অগাস্ট গোটা দেশজুড়ে পালন হবে স্বাধীনতার ৭৫তম দিবস। আর স্বাধীনতার অমৃত মহোৎসবের কথা মাথায় রেখে এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'বন্দেমাতরম' গানে ফের একবার গলা মেলালেন এই প্রজন্মের শিল্পীরা। এঁরা প্রত্যেকেই 'সারেগামাপা'র কোনও না কোনও সিজনের প্রতিযোগী।

নতুনভাবে ‘‌বন্দেমাতরম’ গাইলেন নব প্রজন্মের তরুণ শিল্পীরা‌

স্বাধীনতার ৭৫তম দিবস উপলক্ষ্যে এই শিল্পীদের গলায় নতুনভাবে শোনা যাবে '‌বন্দেমাতরম-তুমি মা'‌ গানটি। এই গানের মধ্যে মিশে রয়েছে ভারত মাতার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা। দেশের প্রতি ভালোবাসা যে আমাদের মজ্জায় মজ্জায় তারই ঝলক পাওয়া যাবে এই গানে। জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়ের বেশ কিছু প্রতিযোগী মিলে তৈরি করেছেন '‌এসো বন্ধু'‌ ব্যান্ড আর তাঁরা সকলে মিলে স্বাধীনতা দিবসের আগেই নিয়ে আসলেন নতুন আঙ্গিকে বন্দেমাতরম-তুমি মা গানটি। এই গানে কন্ঠ দিয়েছেন প্রাক্তন সারেগামাপা প্রতিযোগী ও এখনকার জনপ্রিয় শিল্পী গৌরব সরকার, কিঞ্জল চট্টোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত, অর্কদীপ মিশ্র, অভ্রতনু ঘোষ, গুরুজিৎ সিং, তন্ময় বিশ্বাস, আরফিন রানা, রক্তিম চৌধুরি, সমদীপ্ত মুখোপাধ্যায়, চন্দ্রিকা ভট্টাচার্য, জ্যোতি শর্মা, ঋষিতা সাহা, সোনালি বন্দ্যোপাধ্যায় ও সোমদত্তা দাস। এই গানটি লিখেছেন কিঞ্জল এবং সুর দিয়েছেন গৌরব সরকার।

'বন্দেমাতরম- তুমি মা' গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল রচনা থেকে গৃহীত 'বন্দেমাতরম'-র একটি সংস্করণ। ভারতের জাতীয় আন্দোলনের পরে, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটিকে গান হিসাবে অনুবাদ করেন। তবে গানটিকে একটু অন্য আঙ্গিকে গাওয়া হয়েছে এই মিউজিক ভিডিওতে। ভারতের পাঁচজন স্বনামধন্য যন্ত্রশিল্পী কাজ করেছেন এই মিউজিক ভিডিওতে । আবৃত্তির দায়িত্বে রয়েছেন রিনি বিশ্বাস। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে এর শুটিং। ভিডিওতে দেখা মিলেছে কলকাতার জনপ্রিয় মডেল বিলকিস পরভিনের। ক্যামেরা এবং সম্পাদনা সামলেছেন প্রশান্ত কুমার সুর এবং তাঁর দল। গত ১২ অগাস্ট আশা অডিও থেকে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিওটি। এই গান মুক্তির দিন হাজির ছিলেন মনোময় ভট্টাচার্য, সিধু, রূপঙ্কর বাগচি এবং উজ্জয়িনী মুখোপাধ্যায়। আশা অডিওর ইউটিউব চ্যানেলেও গানটি দেখা যাবে।

English summary
Vandematram song recreated on Independence Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X