For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মস্তি করতে মেয়েরাও কোনও অংশে কম যান না! করিনা, সোনমের 'বীরে দি ওয়েডিং' আর কী বার্তা দিল

ছবির ট্রেলার দেখে অনেকেই ভাবতে পারেন এই ছবি 'নারীবাদ' সমর্থন করে, 'মহিলাদের সমানাধিকারের' কথা বলবে!

Google Oneindia Bengali News

ছবির ট্রেলার দেখে অনেকেই ভাবতে পারেন এই ছবি 'নারীবাদ' সমর্থন করে, 'মহিলাদের সমানাধিকারের' কথা বলবে! এই ভারী ভাবধারা গুলোকে সরিয়ে যদি 'বীরে দি ওয়েডিং' দেখেন তাহলে মনে হতে পারে 'পুরুষ বনাম নারী'-র দ্বন্দ্ব বাদ দিয়ে ৪ জন 'মানুষ'-এর কথাই বলেছে এছবি। যে মানুষদের সমাজ 'মেয়ে-মানুষ' বলে আহাতুতু করে , তাঁরাও কোথাও মেয়ে হওয়ার আড়ালে রক্ত মাংসের 'মানুষ'! তাঁদেরও ইচ্ছা-অনিচ্ছা , শখ আহ্লাদ, সরল ভাবনা চিন্তার গতি থাকতে পারে। যা মাঝেসাঝেই সমাজের কটাক্ষের নডরে চলে আসে, কারণ তাঁরা 'মেয়ে মানুষ'। শশাঙ্ক ঘোষের 'বীরে দি ওয়েডিং' এক অনন্য সফরের গল্প বলেছে। ২ ঘণ্টা ৫ মিনিটের এই সফরে রয়েছে মূল চার বান্ধবীর চরিত্র। এই চারজনকে নিয়েই এগিয়েছে ছবির গল্প।

[আরও পড়ুন:পর্দায় ফিরলেন জন! পোখরানের ঘটনা কীভাবে বলল 'পরমাণু' ছবিটি][আরও পড়ুন:পর্দায় ফিরলেন জন! পোখরানের ঘটনা কীভাবে বলল 'পরমাণু' ছবিটি]

গল্প

গল্প

ছবির শুরুতেই চারজন কিশোরীকে দেখানো হয়েছে। যারা ফাউনাস পরীক্ষার আগে গোপন আড্ডায় নিমজ্জিত! বহু বছর বাদে এঁরা যৌবনে পা দেয়। আর ছবির গল্প নিতে থাকে নয়া মোড় । কালিন্দি (করিনা কাপুর), অবনী (সোনম কাপুর), সাক্ষী (স্বরা ভাস্কর), মীরা (শিখা তলসানিয়া)। কিলিন্দি প্রেমে পড়লেও কমিটমেন্টে ভয় পায়, অবনী ডিভোর্স বিষয়ক আইনজীবী যে বিয়ের জন্য প্রস্তত নয় সেভাবে, শিখার বিয়েতে কিছু সমস্যা রয়েছে। আর মীরার জীবনের চরমতম সমস্য়া না হয় গোপনই থাকুক! সেটা হল-এ আবিষ্কার করবে দর্শক। এদিকে, কালিন্দির বিয়ের ঠিক হয় রিষভ (সুমিত ভ্যাস)-এর সঙ্গে। যাঁর মাখো মাখো রোম্যান্সে কার্যতচ পা পিছলে যায় কালিন্দির! এরপর কী হয়? কোন দিকে এগোতে থাকে ৪ চরিত্রের ভবিষ্যৎ? উত্তর জানতেদেখতে হবে ফিল্মটি।

[আরও পড়ুন:'রেনবো জেলি '-র স্বাদ কেমন! পরিপিসি আর ঘোঁতনের দুনিয়ায় কী আজব কাণ্ড হল, জানুন][আরও পড়ুন:'রেনবো জেলি '-র স্বাদ কেমন! পরিপিসি আর ঘোঁতনের দুনিয়ায় কী আজব কাণ্ড হল, জানুন]

অভিনয়

অভিনয়

মা হওয়ার পর 'বীরে দি ওয়েডিং '-ই কামব্যাক ফিল্ম করিনার। সেক্ষেত্রে বলা যায়, এই ছবিতে আরও পরিণতকরিনাকে পাওয়া গিয়েছে। সোনম কাপুরের অভিনয়ে নতুত্বের চমক সেভাবে না পাওয়া গেলেও স্বরা ভাস্কর ও সুমিত ভ্যাস এই ছবির সম্পদ হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন।

পরিচালনা

পরিচালনা

বহু বছর বাদে বলিউডের কোনও মহিলাধর্মী বাণিজ্যিক ছবিতে সাহসীকতার মুড়েছেন কোনও পরিচালক। সাহসী সংলাপ, সাহসী চিত্রনাট্য আর ৪ টি ভিন্ন চরিত্রকে এক সুতোয় গাঁথা, নেহাতই সহজ ছিল না। অসাধ্যকে সাধন করে ফেলেছেন এই পরিচালক।

সংলাপ

সংলাপ

ছবিকে সংলাপ একটি বড় জায়গা দখল করে রয়েছে। সোনম ,করিনাদের মুখ দিয়ে বিভিন্ন অভিব্যক্তিতে যে সমস্ত সংলাপ বিভিন্ন সময়ে উঠে এসেছে, এই ছবিতে সেগুলিই ইউএসপি। ফলে আলাদা করে 'বীরে দি ওয়েডিং'- কে দর্শক মনে রাখবে ছবির দর্শকরা।

সঙ্গীত

সঙ্গীত

'বীরে দি ওয়েডিং' ছবির একের পর এক গান মুক্তির পর থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছে। 'তারিফাঁ' থেকে ছবির টাইটেল ট্র্যাক মজিয়ে দিয়েছে দর্শকের মন।

সবশেষে

সবশেষে

সপ্তাহের ক্লান্তি দূর করতে বান্ধবীরা মিলে দেখতে যেতেই পারেন' বীরে দি ওয়েডিং' । তবে শুধু মহিলাদের জন্যই নয়, এছবি পুরুষদের জন্যও উপভোগ্য। ছবির সহজ সরল সামাজিকবার্তা সকলেই ছুঁয়ে যেতে বাধ্য!

English summary
Veere Di Wedding Movie Review in Bengali, Kareena, Sonam sparked the screen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X