পুজোর বাজারে 'ভাইরাল' সুজয়দা! তরুণীদের হৃদয় হরণকারী এই পুরুষকে জানুন
অষ্টমীতে পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার সময় আড় চোখে প্রেয়সীকে দেখে নেওয়ার ইচ্ছে কার না থাকে! নবমীর রাতে পছন্দের পুরুষটি পাঞ্জাবীতে যেন আরও হ্যান্ডসম হয়ে ওঠেন তাঁর প্রেমিকার চোখে, আবার কোথাও সপ্তমীর বিকেলে প্যান্ডেল হপিং এর মাঝে একটু আধটু 'ঝারি', ..,এসব ছাড়া বাঙালির 'পুজো প্রেম' জমে না! আর দুর্গাপুজোর আগে পুজো-প্রেম আরও খানিকটা উস্কে দিয়েছে সাম্প্রতিক এক বিজ্ঞাপনের ভিডিও। রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওতে আপাতত ইন্টারনেট মাতাচ্ছে দুটি চরিত্র .. পুচকি আর সুজয় দা।

বিজ্ঞাপনের গল্প
বিজ্ঞাপনের ভিডিও টিতে দেখা যাচ্ছে এক কিশোর প্রেমের কাহিনি। যেখানে এক কিশোরীর সঙ্গে সবে মাত্র প্রেমের প্রথম ধাপে পৌঁছয় এক কিশোর। আর এই কিশোরের চরিত্রটিই 'সুজয় দা'।

সুজয়দার পরিচয়
যে সুজয় দা রাতারাতি ভাইরাল হয়েছেন , তাঁর আসল নামটি হল জুবিল ভিকি। এই মুহূর্তে ফেসবুকে ক্রমাগত ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন তিনি।

কোন কলেজের ছাত্র?
বাঙালি মহিলাদের সাম্প্রতিক ইন্টারনেট সেনসেশন 'সুজয়দা' জুবিন ভিকি মহারাষ্ট্রের বাসিন্দা। মুম্বইয়ের মিঠিবাই কলেজের ছাত্র জুবিন।

গান পছন্দ
গানের দিকে বেশ ভালোই আগ্রহ রয়েছে জুবিনের। আর তা খুবই স্পষ্ট তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে।
[আরও পড়ুন: 'ভারত আর চুপ করে থাকবে না, ঘরে ঢুকে মারবে'! 'উরি' র ভিডিওয় নজর কাড়লেন ভিকি ]

বেড়াতে ভালোবাসেন
বাংলা মহিলা মহলে এই মুহূর্তে ঝড় তুলে দিয়েছেন সুজয় দা! আর সেই সুজয় দার চরিত্রের জুবিন কিন্তু বাঙালির মতোই ভ্রমণ বিলাসী।

পোষ্যকে পছন্দ
পশুপ্রেম যে জুবিনের মধ্যে অত্যন্ত প্রকট , তা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচারেই স্পষ্ট।