
খাবারের ব্যাপারে সচেতন শাহরুখ, সলমন যা পান তাই খান, ফাঁস করলেন ফারহা খান
ডিসকভারি প্লাস চ্যানেলে স্টার ভার্সেস ফুড অনুষ্ঠানে বৃহস্পতিবারের পর্বে আসতে চলেছেন অনিল কাপুর, যেখানে তিনি নিজের হাতে ইউরোপিয়ান খাবার বানাবেন। অনিল কাপুর তাঁর বন্ধু ফারহা খান ও আরবাজ খান এবং শ্যালিকা মাহিপ কাপুরের জন্য ইউরোপিয়ান এক্সোটিক খাবার স্লো রোস্ট ল্যাম্ব স্লাইডার ও গনাচি পাস্তা তৈরি করবেন। ফারহা যদিও জানিয়েছেন যে তিনি একজন অভিনেতাকে এভাবে রান্না করতে দেখেননি, তিনি এসেছিলেন কোনও প্রত্যাশা না রেখেই। এমনকী মাহিপ কাপুরও জানিয়েছেন যে তিনিও অনিলকে কখনও রান্নাঘরে ঢুকতে দেখেননি। তবে এই শোতে এসে ফারহা খান বলিউডের দুই খানের প্রিয় খাবারের কথা জানিয়েছেন।

অনিল–আরবাজ–ফারহার আড্ডা
এই শোতে খাবার খেতে খেতে আরবাজ খান বলেন, 'একজন পুরুষের পেট থেকেই তাঁর মনে যেতে হয় এই কথাটাকে কি আপনি বিশ্বাস করেন?' এই প্রশ্নের জবাবে অনিল বলেন, 'হ্যাঁ, আমিও এটাই মনে করি।' তবে অনিল কাপুরের এই কথায় আপত্তি তুলে ফারহা খান বলেন, 'এটা অনিলের জন্য প্রযোজ্য নয়, কারণ সুনীতা (অনিল কাপুরের স্ত্রী) তাঁকে খেতেই দেন না।'

খেতে ভালোবাসেন অনিল কাপুর
মাহিপ অবশ্য বলেন, 'সঞ্জয়ের (সঞ্জয় কাপুর) সঙ্গে ডেট করার সময়, আমরা প্রায়ই লোখান্ডওয়ালাতে দেখা করতাম, অনিল সবসময়ই অভিযোগ করতেন যে এখানকার খাবারে অনেক তেল দেওয়া হয়। অনিল বেশি খাবার খাচ্ছে এই বলে সুনীতা সর্বদাই অনিলের ওপর রেগে যেত। গত ২৬ বছর ধরে অনিল সকলের প্লেট থেকে খাবার তুলে তুলে খাওয়ার পর বলে যে সে নাকি খায়নি।'

ঝাক্কাস ও অনিল কাপুর
এরপর অনিল কাপুর পাস্তা নিয়ে আসার পর আরবাজ খান ফের অভিনেতাকে তাঁর জনপ্রিয় শব্দ নিয়ে প্রশ্ন করে বসেন। আরবাজ বলেন, 'ঝাক্কাস শব্দটি কোথা থেকে খুঁজে পেলেন?' অনিল এরপর বলেন, 'পরিচালক রাজীব রাইয়ের সিনেমা যুদ্ধ থেকে এটা শুরু হয়। জ্যাকি শ্রফের সঙ্গে আমি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলাম। এই সিনেমায় আমি ক্রমাগত ঝাক্কাস কথাটা বলে গিয়েছি। সিনেমাটি মুক্তি পাওয়ার পর এই শব্দটা জনপ্রিয় হয়ে যায়, দর্শকদের খুব ভালো লাগে। কিন্তু কিছু সময় পর তাঁরা এই শব্দটা ভুলে যায়। হঠাৎ করে আবার শব্দটা সামনে চলে আসে আর এটা এবার জনপ্রিয় হয়।' এরপর অনিল কাপুর মজা করে বলেন, 'আমি এখন যে কোনও সিনেমা করার সময় তাই শর্ত রেখেছি, যদি আমি ঝাক্কাস কথাটা বলি তবে দ্বিগুণ পারিশ্রমিক নেব।'

শাহরুখ–সলমন কি খান
এরপর অনিল ফারহাকে জিজ্ঞাসা করেন, 'সলমনের সঙ্গে খাবারকে কীভাবে বর্ণনা করবেন?' ফারহা এর উত্তরে বলেন, 'সলমন এমন একজন তারকা যাকে আমি দেখেছি সব ধরনের খাবার খেতে। শাহরুখ শুধু তন্দুরি চিকেন খায়। আমি শাহরুখকে কখনও রুটি, পাউরুটি বা ভাত খেতে দেখিনি।' অনিল কাপুরও এরপর বলেন, 'ত্রিমূর্তি করার সময় আমিও দেখেছি শাহরুখ একটা খাবারই খাচ্ছেন।' ফারহা এরপর জোর দিয়ে বলেন, 'সলমনের ওই শরীর সত্ত্বেও আমি তাকে ভাত, বিরিয়ানি, ছোলে, সব খাবার খেতে দেখেছি।'