For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের মাটিতে ফ্লপ কিন্তু আন্তর্জাতিক বাজারে চুটিয়ে ব্যবসা করেছে এই সিনেমাগুলো

  • |
Google Oneindia Bengali News

হলিউডের পর সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে জনপ্রিয় হল বলিউড। আন্তর্জাতিক বাজারে এখনও চুটিয়ে ব্য়বসা করছে বলিউড। কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে থাকে চলচ্চিত্র ব্য়বসার সঙ্গে। সিনেমা মুক্তি পাওয়ার পর অধীর আগ্রহে চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে কলাকুশলীরা অপেক্ষা করে তাদের মুভিটি বক্স অফিস হিট করল কিনা। ১০০ কোটির ক্লাবে পৌঁছালো কিনা।আন্তর্জাতিক বাজারে কতটা ব্যবসা করতে পারলো সিনেমাটি। বলিউডে কিছু কিছু বড় মাপের সিনেমা মুক্তি পাওয়ার পর ভারতে যতটা না সাফল্য অর্জন করেছে তার তুলনায় আন্তর্জাতিক বাজারে ভালো মানের ব্যবসা করেছে। এই প্রতিবেদনে তুলে ধরা হল সেই সকল সিনেমাগুলি যেগুলো ভারতের বাজারে ফ্লপ হলেও, বিদেশের মাটিতে হিট।

হ্য়াপি নিউ ইয়ার

হ্য়াপি নিউ ইয়ার

ফারহা খান পরিচালিত মাল্টি স্টারার হ্যাপি নিউ ইয়ার সিনেমাটি মুক্তির আগে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিং খানের ফ্যানেরা। বড় বড় তারকাদের সমাবেশে তৈরি এই ছবিটির গল্প তেমন ভাবে আকৃষ্ট করতে পারেনি দর্শকদের। প্রথমের দিকে কিছুটা সারা পেলেও পরের দিকে আশাহত হন নির্মাতা। ভারতে হ্যাপি নিউ ইয়ারের ব্য়বসায় হ্যাপি এন্ডিং না হলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ভালো ব্যবসা করেছে। বিদেশ থেকে ৯৬ কোটি টাকা উপার্জন করেছে মুভিটি।

 ক্রিশ ৩

ক্রিশ ৩

কোই মিল গ্যায়া হিট করার পর রাকেশ রোশনের পরিচালনায় মুক্তি পায় কৃশ। সেখানেও সাফল্য মেলে পরিচালকের। এরপর একের পর এক সিরিজ। কৃশ ৩ সিনেমাটিও এক সুপারহিরোর গল্প বলে। অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির জয়। ইংরাজি সুপারহিরো ছবিগুলোর মিশেলে তৈরি কৃশ ৩ ভারতীয় দর্শকদের তেমন মন জয় করতে পারেনি। তবে বিদেশের মাটিতে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক বাজারে ৫৪ কোটি টাকা আয় করেছে।

 বোল বচ্চন

বোল বচ্চন

রোহিত শেট্টি পরিচালিত বোল বচ্চন সিনেমাটিতে অভিনয় করেন অজয় দেবগন, অভিষেক বচ্চন, আসিন। বড় তারকারা সিনেমায় থাকলেও প্রেক্ষাগৃহে তেমন জাদু দেখাতে পারেনি বোল বচ্চন। অ্যাকশন এবং কমেডির মিশেলে তৈরি হওয়া সিনেমাটিতে অভিষেকের অতি নাটকীয়তায় বিরক্ত প্রকাশ করেছে দর্শকরা। তবে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ভালো চলেছে, প্রায় ২২ কোটি টাকা আয় করেছে।

ব্লু

ব্লু

ব্লু মুভিটি অ্যাকশন ধর্মী হিন্দি সিনেমা। আন্ডারওয়াটারে অ্যাডভেঞ্চারের গল্পকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়। ভারতীয় সিনেমার সমালোচকদের কাছে সমালোচিত হয় মুভিটি। প্রেক্ষাগৃহে দর্শক টানতে না পারলেও বিদেশের মাটিতে ব্যবসা করেছে মুভিটি। অপ্রত্যাশিত ভাবে প্রায় ১১৮ কোটি টাকা আয় করেছে মুভিটি।

 ‘জব হ্যারি মেট সেজল’

‘জব হ্যারি মেট সেজল’

জার্নি আর ডেস্টিনেশন নিয়ে ইমতিয়াজ আলী তৈরি করেন 'জব হ্যারি মেট সেজল' সিনেমাটি। ইউরোপে ট্যুর গাইড হ্যারির ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। সেজলের ভূমিকায় অভিনয় করেন অনুষ্কা শর্মা। ট্যুর গাইড এবং এক পর্যটকের প্রেম কাহিনি নিয়ে তৈরি হয় 'জব হ্যারি মেট সেজল'। একটি এনগেজমেন্টের রিং হারিয়ে ফেলাকে কেন্দ্র করে গোটা সিনেমাটি গড়ে ওঠে। তবে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে তার জাদু দেখাতে না পারলেও বিদেশের মাটিতে ভালো ব্য়বসা করে। আন্তর্জাতিক বাজারে ৬৭.৬৬ কোটি টাকার ব্য়বসা করে।

গোলমাল এগেইন

গোলমাল এগেইন

২০১৭ সালে মাল্টি স্টারার সিনেমা গোলমাল এগেইন মুক্তি পায়। রোহিত শেট্টি পারিচালিত অ্যাকশন কমেডির চলচ্চিত্রে বড় বড় তারকারা অভিনয় করেন। এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে হিট না করলেও বিদেশের মাটিতে মুভিটি ভালো চলে। প্রায় ৪৬ কোটি টাকা আয় করে সিনেমাটি।

টিউবলাইট

টিউবলাইট

টিউবলাইট সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সলমন খান। তার সঙ্গে স্ক্রীন শেয়ার করেন চাইনিজ অভিনেত্রী জু জু। কবির খান সিনেমাটি পরিচালনা করেন। ১৯৬২ সালে ভাত-চীন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা হয় সিনেমার গল্প। তবে সিনেমাটি ভারতীয় দর্শকদের প্রত্যশা পূরণ করতে পারেনি। বিদদেশের মাটিতে ভালো অর্থ উপার্জন করে সিনেমাটি। প্রায় ৫১ কোটি টাকা আয় করে।

বদ্রীনাথ কি দুলহানিয়া

বদ্রীনাথ কি দুলহানিয়া

বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের বদ্রীনাথ কি দুলহানিয়ার গানগুলো বেশ জনপ্রিয় হয়। তবে ছবির কাহিনিবিন্য়াসে মন ভরেনি দর্শকদের। রূপোলি পর্দায় জাদুতে দেখাতে পারেনি বরুণ-আলিয়ার প্রেমকাহিনি। তবে সিনেমাটি আন্তর্জাতিক বাজারে লাভের মুখ দেখেছে। ৩৪ কোটি টাকা আয় করেছে মুভিটি।


English summary
these bolly movies are flopped in india but in abroad movies earned good money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X