For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক, পিছিয়ে গেল জেমস বন্ডের নতুন ছবির মুক্তি

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক, পিছিয়ে গেল জেমস বন্ডের নতুন ছবির মুক্তি

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব জুড়ে কোরনা আতঙ্কের প্রভাব এবার বক্স অফিসেও। করোনার প্রভাবে এবার বিশ্বব্যাপী মুক্তির তারিখ পিছিয়ে গেল জেমস বন্ডের 'নো টাইম টু ডাই’ ছবিটির। বুধবার ইউনিভার্সাল মুভিজের তরফ থেকে টুইটারে এই ঘোষণাটি করেন ছবিটির প্রযোজক মাইকেল জি উইলসন।

মুক্তি পেতে চলেছে নভেম্বরে

মুক্তি পেতে চলেছে নভেম্বরে

এর আগে এপ্রিলের শুরুতেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির, সেটি বর্তমানে পিছিয়ে নমেম্বর কার হবে বলে ঠিক করেছে প্রযোজক সংস্থা। ঘোষণায় ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিশ্বব্যাপী নাট্য বাজারের বর্তমান অবস্থার কথাও তুলে ধরা হয়। সূত্রের খবর, ১২ই নভেম্বর ব্রিটেনে এবং ২৫শে নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ গুলিতে মুক্তি পেতে চলেছে ছবিটি।

শেষ ছবি স্পেকটার বিশাল পরিমাণ আয়ের মুখ দেখে বিশ্ব বাজার থেকে

শেষ ছবি স্পেকটার বিশাল পরিমাণ আয়ের মুখ দেখে বিশ্ব বাজার থেকে

বন্ডের ছবি গুলি তাদের লাভের একটি উল্লেখযোগ্য অংশ আন্তর্জাতিক বাজার থেকেই সংগ্রহ করে। ২০১৫ সালে বন্ডের শেষ ছবি ‘স্পেকটার' বিশ্বব্যাপী ৬৭৯ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে। একই সাথে শুধুমাত্র চিনের সিনে বাজার থেকেই ৮৪ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করে।

করোনার প্রভাব একাধিক হলিউডি ছবিতে

করোনার প্রভাব একাধিক হলিউডি ছবিতে

এদিকে একাধিক হলিউডি চলচ্চিত্রের উপরেই তীব্র প্রভাব ফেলেছে বিশ্ব ব্যাপী এই করোনা আতঙ্ক। বিভিন্ন সিনেমার মুক্তি এবং তৈরির কাজ পিছিয়ে গিয়েছে। গত সপ্তাহে, প্যারামাউন্ট পিকচারস ‘মিশন ইম্পসিবল' ছবির সপ্তম সিরিজের প্রযোজনা থামিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সিনেমাটির পরবর্তী শ্যুটিংয়ের কাজ ইতালির ভেনিসে হবে বলে আগে থেকেই ঠিক ছিল। কিন্তু করোনার প্রভাবে ইতালির বর্তমান সংকট দেখে ছবি তৈরির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

English summary
the release of james bonds new film has been delayed in the wake of the corona panic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X