ইসরো-র বিজ্ঞানী নাম্বি নারায়ণের ভূমিকায় ইনি কে! অভিনেতার আসল রূপ দেখুন
একটা সময় ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণকে ঘিরে একাধিক খবর প্রকাশ্যে আসে। অসরোর প্রাক্তন এই বিজ্ঞানীর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ ছিল। আর সেই অভিযোগের জেরেই তাঁকে জেলবন্দি করা হয়। এরপর বহু প্রতিক্ষার পর আসল সত্যি ধরা পড়ে। ইসরোর বিখ্যাত এই বিজ্ঞানীর জীবনী নিয়ে উঠে আসছে বায়োপিক ।

নাম্বি নারায়ণের সেই বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন অভিনেতা আর মাধবন। জানা গিয়েছে, ১৪ ঘণ্টা ধরে ছবির জন্য মেক আপ করে তিনি নিজেকে সাজিয়ে তুলেছেন। নাম্বি নারায়ণের ভূমিকায় দেখা যাবে মাধবনকে। ছবিটি তামিল, তেলুগু, ইংলিশ, মালয়ালম, হিন্দিতে মুক্তি পেতে চলেছে।
View this post on InstagramA post shared by R. Madhavan (@actormaddy) on Jan 21, 2019 at 9:32pm PST
উল্লেখ্য, চরবৃত্তির অভিযোগ ধৃত নাম্বি নারায়ণ বহুদিনের লড়াইয়ের পর শেষমেশ ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। এনিয়ে,প্রাক্তন ইসরো বৈজ্ঞানিককে হেনস্থা করার জন্য তাঁকে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কেরল সরকারকে এ নিয়ে স্পষ্টবার্তা দেওয়া হয় শাীর্ষ আদালতের তরফে।