For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিটু আন্দোলন এখন চরিত্র হননের হাতিয়ার, পায়েলের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন ক্ষুব্ধ অনুরাগ

Google Oneindia Bengali News

এবার বিপাকে পড়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। শনিবার সন্ধ্যায় অভিনেত্রী পায়েল ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন পরিচালকের বিরুদ্ধে। তিনি দাবি করেন যে অনুরাগ তাঁকে ২০১৪ সালে জোর জবরদস্তি করেছিলেন। চিত্রপরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে পায়েল তাঁর টুইটারে লেখেন, '‌অনুরাগ আমার ওপর খুব বাজেভাবে জবরদস্তি করেছিল। পিএমও ইন্ডিয়া ও নরেন্দ্র মোদী জি দয়া করে আপনারা এই বিষয়টি একটু দেখবেন এবং দেশবাসীকে দেখিয়ে দিন এই সৃজনশীল ব্যক্তির পেছনে একটা শয়তান লুকিয়ে রয়েছে। আমি উদ্বেগে রয়েছে আমার ওপর হামলা হতে পারে এবং আমার জীবন ঝুঁকিতে রয়েছে। দয়া করে সাহায্য করুন!‌’‌ পায়েল তাঁর টুইটারে প্রধানমন্ত্রী ও তাঁর দপ্তরকে ট্যাগ করেন।

আইনি বিবৃতি জারি অনুরাগ কাশ্যপের


তবে পায়েল ঘোষের আনা সব অভিযোগ নস্যাৎ করেছেন পরিচালক এবং জানিয়েছেন যে এটা তাঁর চরিত্র হত্যার একটি পদক্ষেপ। রবিবারই পরিচালকের আইনজীবী এ সংক্রান্ত বিবৃতি জারি করেছেন, যেখানে বলা হয়েছে, '‌আমার মক্কেল অনুরাগ কাশ্যপ, সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠা ভুয়ো যৌন হেনস্থার অভিযোগের কারণে গভীরভাবে হতাশাগ্রস্ত। এই অভিযোগটি সবৈব মিথ্যা, বিদ্বেষপরায়ণ ও অসাধু। এটা খুবই দুঃখের বিষয় যে মিটুর মত একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করছেন বং চরিত্র হত্যার একমাত্র হাইয়ারে পরিণত হয়েছে। এ ধরনের কল্পনাপ্রসূত অভিযোগ এই আন্দোলনের গুরুত্বকে দুবর্বল করে এবং যৌন হেনস্থা ও হয়রানির প্রকৃত আক্রান্তদের বেদনা–যন্ত্রণাকে রাস্তায় নামিয়ে আনে। আমার মক্কেলকে আইনে তাঁর অধিকার ও প্রতিকার সম্পর্কে পুরোপুরি পরামর্শ দেওয়া হয়েছে এবং তা অনুসরণ করার ইচ্ছা দেখিয়েছেন তিনি।’

অনুরাগ কাশ্যপের ওপর ওঠা যৌন হয়রানির পরই পরিচালক টুইটারে হিন্দিতে লেখেন যে এই অভিযোগ ভিত্তিহীন এবং তিনি কখনই এ ধরনের আচরণ কারোর সঙ্গে কোনওদিনই করেননি। তিনি টুইট করেন, '‌বহুদিন ধরে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি কিছু মনে করছি না। কিন্তু আমায় এভাবে চিপ করানো হচ্ছে কেন। নিজে মহিলা হওয়ার সুযোগ নিয়ে মিথ্যা বলে যাচ্ছ এবং অন্য মহিলাদেরও তাতে টেনে আনছ। দয়া করে নিজের মর্যাদা রাখতে শিখুন ম্যাডাম। আমি যেটা বলতে চাই তা হল আপনার অভিযোগ একেবারে ভিত্তিহীন। আমি কখনও এ ধরনের আচরণ করিনি এবং আমি কখনই এ ধরনের আচরণ কখনও বরদাস্ত করেছি।’‌

অভিনেত্রী পায়েল ঘোষ শনিবার জানিয়েছিলেন যে তাঁকে ২০১৪ সালে পরিচালক অনুরাগ কাশ্যপ যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন। তিনি জানান যে তিনি এ বিষয়ে বহুবার বলার চেষ্টা করলেও তাঁর পরিবার ও বন্ধুরা তাঁকে এ ব্যাপারে এগোতে বারণ করেন।

English summary
Anurag Kashyap issued a legal statement against Payal Ghosh's allegation of sexual harassment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X