For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৬তম মুম্বই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ছবি

১৬তম মুম্বই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের ছবি

Google Oneindia Bengali News

মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ছবি। তাঁর পরিচালিত সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য ইনার আই ও পিকু প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে।

মুম্বই চলচ্চিত্র উৎসব

মুম্বই চলচ্চিত্র উৎসব

এমআইএফএফ ২০২০ (‌ তথ্যচিত্র, স্বল্প দৈঘ্যের ছবি এবং অ্যানিমেশন ছবি নিয়ে তৈরি মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব)‌ শুরু হবে ২৮ জানুয়ারি থেকে এবং তা শেষ হবে ৩ ফেব্রুয়ারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পিআইবি। ১৬তম এই চলচ্চিত্র উৎসবে দেশের ৭২৯ জন ও আন্তর্জাতিক ক্ষেত্রে ২৪টি দেশ থেকে ১৪৪ জন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এমআইএফএফ ২০২০ আকর্ষণীয় হয়ে ওঠার কারণই হল এখানে বেশ কিছু ইউরোপিয়ান ছবি, রাশিয়া, ফিনল্যান্ড ও বালকানের অ্যানিমেশন, অস্কার-জয়ী ছবি ফৌভা দেখানো হবে। এছাড়াও আয়ারল্যান্ডের শ্রেষ্ঠ তথ্যচিত্রও মুম্বই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সপ্তাহব্যাপী ধরে চলা এই উৎসবের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য ইনার আই ও পিকুর মতো ছবিগুলি দেখতে পারবেন দর্শকরা।

অন্যান্য আকর্ষণ

অন্যান্য আকর্ষণ

এছাড়াও এই উৎসবে থাকছে আইডিপিএ ফিল্ম এডিটিংয়ের কর্মশালা। এই কর্মশালায় থাকছে বি লেনিন, দ্রোন সিনেমাটোগ্রাফি ওয়ার্কশপ, পোলান্ডের অ্যানিমেশন মাস্টার মাইকেল ডুদক দে উইট এবং কানাডার থমাস ওয়াগ। এমআইএফএফ ২০২০-তে যুক্ত অন্য আকর্ষণগুলি হল মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী এবং সত্যজিৎ রায়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ভাস্কর্য এবং ছবির প্রদর্শনী।

এমআইএফএফ মোবাইল অ্যাপ

এমআইএফএফ মোবাইল অ্যাপ

এমআইএফএফ শ্রদ্ধা জানাবেন মৃণাল সেন, রাম মোহন, ভীমসেন খুরানা, ভিজি সামন্ত, বিজয় মুলে এবং মঞ্জিরা দত্তের মতো আরও কিছু ব্যক্তিত্বদের বাছাই করা ছবির মধ্য দিয়ে। এমআইএফএফ-এর মোবাইল অ্যাপের উদ্বোধন করেন উৎসবের ডিরেক্টর স্মিতা ভাটস শর্মা। এই অ্যাপেই সব তথ্য পাওয়া যাবে এমআইএফএফের।

English summary
The MIFF-2020 (Mumbai International Film Festival for Documentary, Short Fiction and Animation Films) will kick- start from January 28 and conclude with an award ceremony on February 3, a press release issued by PIB said on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X