For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিতাভ বচ্চনকে আর নকল করা যাবে না, অভিনেতার গলার স্বর–ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হাইকোর্টের

Google Oneindia Bengali News

বলিউড তথা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। শুধু তাঁর অভিনয় নয়, তাঁর কন্ঠস্বর আজও আ। লাখো হৃদয়ে আলোড়ন তোলে। কিন্তু এবার অভিনেতার আবেদনেই দিল্লি হাইকোর্ট বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে যে অমিতাভ বচ্চনের নাম, ছবি, তাঁকে নকল করা বা তাঁর গলার আওয়াজ তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আদালত ইতিমধ্যে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ও টেলিকম পরিষেবাকে এই ধরনের কনটেন্ট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে।

অমিতাভ বচ্চনকে আর নকল করা যাবে না

বিচারপতি নবীন চাওলা বলেন, '‌একজন সুপরিচিত ব্যক্তিত্ব একাধিক বিজ্ঞাপনে প্রতিনিধিত্ব করছেন এটা গুরুত্ব সহকারে দেখা উচিত।' উল্লেখ্য যে যাঁরা তাঁদের পণ্য ও পরিশেবা প্রচারের জন্য অমিতাভ বচ্চনের তারকাখচিত স্ট্যাটাস ব্যবহার করছেন তাঁদের ওপর ক্ষুব্ধ অভিনেতা। ‌শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র অভিনেতার অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো উত্তেজনা বিনোদন জগতে। কারণ বহু শিল্পী বা সোশ্যাল মিডিয়া তারকার জনপ্রিয়তার অন্যতম কারণ অমিতাভের 'মিমিক' করা বা নকল করা। তাঁদের এই অনুকরণের জন্যই কি এই নিষেধাজ্ঞা জারি করা হল?‌

প্রসঙ্গত, ৮০ বছরের অমিতাভ বচ্চন, যিনি বিগ বি নামে পরিচিত, তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের গুণাবলী রক্ষা করার জন্য বিশ্বের বিরুদ্ধে ব্যাপকভাবে একটি আবেদন নিয়ে আদালতের কাছে গিয়েছিলেন। বরিষ্ঠ আইনজীবী হরিশ সালভে অমিতাভের হয়ে আদালতে বলেন, '‌যেটা চলছে আমি আপনাকে সেটাই বলছি। কেউ কেউ টি-শার্ট তৈরি করে সেখানে বিগ বি-এর ছবি ব্যবহার করছে। কেউ কেউ তাঁর পোস্টার বিক্রি করছেন। সম্প্রতি অমিতাভবচ্চন ডট কম নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। যার সঙ্গে অভিনেতার কোনও সম্পর্ক নেই। তাই জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।'‌ এখানেই শেষ নয়, অমিতাভ বচ্চন বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা ও একাধিক অন্য ব্যবসার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার আদেশ চেয়েছে আদালতের কাছ থেকে।

রাতে ঘুমনোর আগে অবশ্যই এই কাজগুলি করুন, সর্বদা কৃপা থাকবে মা লক্ষ্মীররাতে ঘুমনোর আগে অবশ্যই এই কাজগুলি করুন, সর্বদা কৃপা থাকবে মা লক্ষ্মীর

English summary
Amitabh Bachchan's voice, images may not be used without permission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X