For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চূড়ান্ত হল আসন ভাগাভাগি, মহারাষ্ট্রের বিধানসভা ১৫০টিতে বিজেপি, শিবসেনা ১২৪টিতে

অবশেষে চূড়ান্ত হল শিবসেনা-বিজেপি জোটের আসন ভাগাভাগি। ১৫০টি আসনে লড়াই করবে বিজেপি। শিবসেনা লড়বে ১২৪টি আসনে। অন্যান্য শরিকরা লড়বে ১৪টি আসনে।

Google Oneindia Bengali News

অবশেষে চূড়ান্ত হল শিবসেনা-বিজেপি জোটের আসন ভাগাভাগি। ১৫০টি আসনে লড়াই করবে বিজেপি। শিবসেনা লড়বে ১২৪টি আসনে। অন্যান্য শরিকরা লড়বে ১৪টি আসনে। এমনই সিদ্ধান্ত হয়েছে। জোট গড়ার পর থেকেই আসন ভাগাভাগি নিয়ে দুই শরিকের মধ্যে বিবাদ চরমে উঠেছিল। জোট যে শেষ পর্যন্ত থাকবে এই নিয়ে চরম সংশয় তৈরি হয়েছিল। শেষ রক্ষা হয়েছে বটে। কিন্তু তার পরেও কে কোন আসনে লড়বেন এই নিয়ে বিবাদ তলছিলই। শেষে চূড়ান্ত হল আসন ভাগাভাগি।

অবশেষে চূড়ান্ত হল শিবসেনা-বিজেপি জোটের আসন ভাগাভাগি

উদ্ধব ঠাকরে তাঁর ছেলে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী করতে চাইছেন বলে জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল এই নিয়েই নাকি দুই শরিকের বিবাদ লেগেছে। যদিও পরে উদ্ধব জানান, রাজনৈতিক লড়াই মানেই যে মুখ্যমন্ত্রী পদে লড়তে হবে এমন কোনও কথা নেই। তাঁর ছেলে সদ্য রাজনীতিতে যোগ দিয়েছে। এক পা এক পা করে এগোনোটাই শ্রেয় বলে তিনি মনে করেন। ওরলি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উদ্ধব ঠাকরের েছলে আদিত্য ঠাকরে। দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন আদিত্য বিপুল ভোটে জিতবে সেখান থেকে। সেজন্য তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি। এ প্রসঙ্গে জানিয়ে রাখা জরুরি এবারও মহারাষ্ট্রে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন ফড়নবীশ। তাঁতেই আস্থা রেখেন অমিত শাহরা। আসন বন্টন নিয়ে দলের অন্দরেই যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটাতে ফড়নবীশ ঘোষণা করেছেন নির্ধারিত স্থানে সকলকেই টিকিট দেওয়া হবে। এই নিয়ে অযথা সংশয় তৈরি করার কোনও অর্থই হয় না।
English summary
The BJP will contest 150 seats in Maharastra assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X