For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের গল্প বলবেন মধুর ভাণ্ডারকর, প্রকাশ্যে ‘‌ইন্ডিয়া লকডাউন’‌–এর টিজার

Google Oneindia Bengali News

২০২০ সালের মার্চ মাস থেকে ভারত এক অদ্ভুত অন্ধকারের অতলে ডুবে যায়। করোনা ভাইরাস নামক এক মারণ রোগ গোটা বিশ্বজুড়ে গত দু'‌বছর ধরে তাণ্ডব নৃত্য চালাতে থাকে। মহামারি নেমে আসে দুনিয়ায়। লকডাউন নামক শব্দের সঙ্গে পরিচিত হয় বিশ্ববাসী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকে যায়। আর দেশের সেই ভয়াবহ চিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার সাহস দেখালেন পরিচালক মধুর ভাণ্ডারকর। তাঁর পরিচালিত আগামী সিনেমা '‌ইন্ডিয়া লকডাউন'‌-এর টিজার প্রকাশ্যে এল। যার টিজার দেশের তিক্ত স্মৃতিকে মনে করিয়ে দেয়।

লকডাউনের গল্প বলবেন মধুর ভাণ্ডারকর

'‌ইন্ডিয়া লকডাউন'‌-এ রয়েছেন প্রতীক বব্বর, আহানা কুম্মরা ও শ্বেতা বসু প্রসাদ সহ একাধিক তারকারা। চাঁদনি বার,পেজ থ্রি,কর্পোরেট কিংবা ট্রাফিক সিগনালের মতো ছবি তৈরি করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন পরিচালক।যদিও বেশ কিছু বছর ধরে তেমনভাবে ছবি করছেন না তিনি।২০১৭ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল তাঁর বিতর্কিত ছবি ইন্দু সরকার।চলতি বছরে ওটিটিতে এসেছে তামান্না ভাটিয়া অভিনীত মধুর ভান্ডারকরের ছবি বাবলি বাউন্সার। টিজারের ক্লিপে দেখা গিয়েছে, কোভিড মহামারির কারণে ভারতে প্রথম লকডাউন ঘোষিত হয়। দেশের একাধিক অংশের ফুটেজ দেখানো হয়, যেখানে লকডাউনের প্রভাব দেখা গিয়েছে। শ্বেতা বসু প্রসাজ এখানে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করছেন, যাঁকে লকডাউন ঘোষণার মাঝে কোভিড-১৯-এর গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। প্রতীক বব্বর এই সিনেমায় পরিযায়ী শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন, যিনি কাজের অভাবে তাঁর পরিবার নিয়ে পায়ে হেঁটে নিজের গ্রামে ফিরে যাচ্ছেন। অপরদিকে, আহানা কুম্মরা যিনি পেশায় পাইলট, লকডাউনের কারণে বাড়িতে আটকে থাকার জন্য মদে আসক্ত হয়ে পড়েন। এই সিনেমার লক্ষ্যই হল দেশে কোবিড মহামারির কুৎসিত দিককে তুলে ধরা। এই সিনেমাটি স্ট্রিমিং হবে ২ ডিসেম্বর জিফাইভে। এই টিজার শেয়ার করে মধুর ভাণ্ডারকর লিখেছেন, 'এর ভয়াবহতা আপনি জানেন, কিন্তু এর অজানা কাহিনী আপনি জানেন না'‌।

২০২১ সালেই পরিচালক এই সিনেমার কথা ঘোষণা করেছিলেন। এর আগে তিনি সিনেমার অভিনেতা সহ পোস্টার প্রকাশ্যে আনেন। ইন্ডিয়া লকডাউন সিনেমার করার কথা মাথায় কীভাবে এল, তা বলতে গিয়ে পরিচালক বলেন, '‌২০১৭ সালের পর আমি মোট তিনটে বিষয়ের ওপর কাজ করেছি, তার মধ্যে বাবলি বাউন্সার একটি। বাবলি বাউন্সার-এর ভাবনা চিন্তা করতে করতেই দেশে লকডাউন চলে আসে। দু'‌বছর এই লকডাউনে বরবাদ হয়েছে।'‌

সুখের জোয়ারে ভাটা!‌ শোয়েব–সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন, নেট দুনিয়ায় রহস্যময় পোস্ট টেনিস তারকারসুখের জোয়ারে ভাটা!‌ শোয়েব–সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন, নেট দুনিয়ায় রহস্যময় পোস্ট টেনিস তারকার

English summary
Director Madhur Bhandarkar's India Lockdown movie teaser is out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X