For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তাসখন্দ ফাইলস' বিপাকে ! লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য নিয়ে ছবিকে কেন আইনি নোটিস

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য ঘিরে তৈরি ছবি 'তাসখন্দ ফাইলস' এর নির্মাতাদের কাছে পৌঁছে গিয়েছে আইনি নোটিস।

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য ঘিরে তৈরি ছবি 'তাসখন্দ ফাইলস' এর নির্মাতাদের কাছে পৌঁছে গিয়েছে আইনি নোটিস। মিঠুন চক্রবর্তী, নাসিরুদ্দিন শাহ অভিনীত এই ছবিকে ঘিরে পাঠানো নোটিসে বলা হয়েছে, ছবিতে যা দেখানো হয়েছে তা তথ্যকে বিকৃত করে দেখানো হয়েছে। এতে আবাঞ্ছিত বিতর্ক তৈরি হয়েছে।

লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য নিয়ে ছবি তাসখন্দ ফাইলসবিপাকে !নেপথ্যে প্রভাবশালীর তত্ত্ব

এদিকে, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, এই আইনি পদক্ষেপের নেপথ্যে রয়েছে কংগ্রেসের এক প্রভাবশালী পরিবারের হাত। ১২ এপ্রিল মুক্তি পেতে চলেছিল 'তাসখন্দ ফাইলস'। তার আগে, মঙ্গলবার রাতেই ফিল্মের মুক্তি আটকাতে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে নির্মাতাদের। প্রসঙ্গত, ছবিতে একটি জায়গায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাসখন্দ থেকে ফিরে নেতাজির মৃত্যু নিয়ে সম্ভবত কোনও তথ্য দিতে চাইছিলেন লালবাহাদুর শাস্ত্রী। তবে তার আগেই প্রয়াত হন তিনি।

[আরও পড়ুন:নেতাজি-রহস্যের সঙ্গে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর যোগ আছে কি! 'তাসখন্দ ফাইলস'এ কী উঠে এলো][আরও পড়ুন:নেতাজি-রহস্যের সঙ্গে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর যোগ আছে কি! 'তাসখন্দ ফাইলস'এ কী উঠে এলো]

ফিল্মের পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, কংগ্রেসের প্রাক্তন সচিব তথা লালাবাহাদুর শাস্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি এই আইনি নোটিসের নেপথ্যে রয়েছেন। বিবেকের আরও দাবি, এই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কংগ্রেসের এক প্রভাবশালী পরিবারের। সেই সূত্র ধরেই তাঁর ছবি ঘিরে এই আইনি নোটিস এসেছে।

English summary
'Tashkent Files' Film On Former PM Lal Bahadur Shastri's Death Served With Legal Notice.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X