'কারোর মৃত্যু নিয়ে ব্যক্তিগত স্বার্থের ফায়দা তুলতে চাই না', কঙ্গনাকে সুশান্ত প্রসঙ্গে তোপ তাপসীর
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ইস্যুতে রীতিমতো তোলপাড় বলিউড। বলিউডের 'কুইন' বনাম 'পিঙ্ক' অভিনেত্রী এদিন ফের একবার বিতর্কে জড়িয়ে পড়েন। সুশান্ত ইস্যুতে কঙ্গনার পদ্মশ্রী ফেরত দেওয়ার বক্তব্য নিয়ে এদিন কঙ্গনাকে একহাত নেন তাপসী।

কঙ্গনা এর অভিযোগ ঠিল, বলিউডের কিছু 'ক্ষমতাশীল মানুষ'এর বিরুদ্ধে, যাঁদের তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ' নিয়ে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। পাশাপাশি, তিনি তাপসী ও স্বরা ভাস্করের মতো অভিনেত্রীদের 'বি গ্রেড ' অভিনত্রী বলেও ওক সাম্প্রতিক সাক্ষাৎকারে আখ্যা দেন। যে সাক্ষাৎকার কার্যত বলিউডে আগুনের নামান্তর হয়ে যায়!
এরপর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তাপসী পান্নু জানান, তিনি কারোর মৃত্যু নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করার বিষয়ে ভারতেও পারেন না। পাশাপাশি তাপসীর দাবি, কঙ্গনা যেখানে বাইরে থেকে আসা অভিনেতাদের জন্য গলা পাটাবেন বলছেন,সেখানে তাপসীর মতো অভিনেত্রীদের তিনি সমালোচনায় নেমেছেন। যে তাপসীরাও 'আউটসাইডার।' উল্লেখ্য, আপাতত গোটা বলিউড সুশান্ত সিংয়ের মৃত্যু ঘিরে দ্বিখণ্ডিত। এমন পরিস্থিতিতে কঙ্গনার হাত ধরে নতুন বিতর্ক দানা বেঁধেছে।
