For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুষমা ছিলেন খুব মিশুকে ছিলেন', আবেগঘন অমিতাভ, শোকস্তব্ধ জাভেদ আখতার থেকে লতা মঙ্গেশকর

কখনও তিনি পাকিস্তানের মাটি থেকে উদ্ধার করেছেন নিপিড়িত মহিলাকে, কখনওবা বিশ্ব মঞ্চে শত্রুদেশকে তীব্র আক্রমণ শানিয়ে এসেছেন।

  • |
Google Oneindia Bengali News

কখনও তিনি পাকিস্তানের মাটি থেকে উদ্ধার করেছেন নিপিড়িত মহিলাকে, কখনওবা বিশ্ব মঞ্চে শত্রুদেশকে তীব্র আক্রমণ শানিয়ে এসেছেন। আবার কখনও অত্যাচারিতের কাছে ছিলেন মায়ের সমান! এভাবেই দেশ 'মন্ত্রী' সুষমা স্বরাজকে দেখেছে। রাজনৈতিক ভাবধারা নিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে তাঁর মতপার্থক্য থাকলেও, সকলের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় অটুট ছিলেন 'মিশুকে' সুষমা স্বরাজ। আজ তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ,শোকাহত বলিউড।

জাভেদ আখতার

টুইট বার্তায় জাভেদ আখতার জানিয়েছেন, ' সুষমা স্বরাজের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।' এরপরই তিনি স্মরণ করেন কিভাবে সঙ্গীত জগতের পাশে দাঁড়িয়ে তিনি লোকসভায় সওয়াল করতেন।

শাবানা আজমি

ফিল্মকে 'ইন্ডাস্ট্রি' র মর্যাদায় তুলে নিয়ে যাওয়ার লড়াইয়ের অন্যতম কারিগর ছিলেন সুষমা স্বরাজ। সেই কথা স্মরণ করেই এদিন শোকস্তব্ধ হয়ে পড়েন শাবানা আজমি।

অমিতাভ বচ্চন

'এক অত্যন্ত দুঃখজনক সংবাদ! একজন প্রবল রাজনীতিবিদ, একজন মিশুকে ব্যক্তিত্ব, ও একজন দারুণ বক্তা। তাঁর আত্মার শান্তি কামনা করি..', এভাবেই নিজের শোক জ্ঞাপন করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত এদিন জানান, তাঁর সঙ্গে কতটা সখ্যতা ছিল সুষমা স্বরাজের। সুষমার প্রয়াণে গভীরভাবে যে তিনি শোকাহত তা জানান সঞ্জয় দত্ত।

অনুরাগ কশ্যপ

রাজনৈতিক ভাবনা চিন্তা, আদর্শগত পার্থক্যের গণ্ডি পেরিয়ে অনুরাগ কশ্যপও এদিন সুষমা স্বরাজের প্রয়াণে শোকজ্ঞাপন করেন। তিনিও এদিন এক টুইট করে শো প্রকাশ করেন।

লতা মঙ্গেশকর

সুষমা স্বরাজের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যান লতা মঙ্গেশকরও। সুষমাকে 'সৎ ও সংবেদনশীল' রাজনীতিবিদ হিসাবে নিজের টুইটে স্মৃচারণ করেন লতা মঙ্গেশকর।

[আরও পড়ুন:শেষযাত্রায় বিজেপি নেত্রী সুষমা স্বরাজ, দেখুন নানা মুহূর্তের ছবি]

English summary
Veteran BJP leader and former External Affairs Minister Sushma Swaraj breathed her last on August 6, 2019, in the capital. She was 67 and was admitted to AIIMS on Tuesday evening after her health deteriorated.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X