For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লতা মঙ্গেশকরের শেষ বিদায়ে ‘‌দোয়া’‌, বিজেপি নেতা সহ নেটিজেনদের প্রশ্নের মুখে শাহরুখ খান

লতা মঙ্গেশকরের শেষ বিদায়ে ‘‌দোয়া’‌, বিজেপি নেতা সহ নেটিজেনদের প্রশ্নের মুখে শাহরুখ খান

Google Oneindia Bengali News

রবিবার সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাঁকে মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। যেখানে বলিউডের বেশ কিছু তারকাদের দেখা যায় লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে। তাঁদের মধ্যে ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। তিনি নিজের শ্রদ্ধা ও প্রার্থনা জানান লতা জির শেষ বিদায়ের সময়, এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং ফের বিতর্কে উঠে আসেন এসআরকে।

দোয়া করছেন শাহরুখ খান

একটি ছবিতে দেখা গিয়েছে, শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পুজা দাদলানি পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। একদিকে দাদলানি হাতজোড় করে প্রার্থনা করছেন অন্যদিকে শাহরুখ খানকে দেখা গেল কিংবদন্তি গায়িকার জন্য বিদায়বেলায় '‌দোয়া'‌। ধর্ম আলাদা হলেও শ্রদ্ধা জানানোর ভাষা কিন্তু এক। এই দৃশ্যটিই গতকাল থেকে ছড়িয়ে পড়েছে গোটা নেট মাধ্যমে। সকলের মতেই, এটাই ভারতের আসল চিত্র! তবে অনেক নেটিজেন এই নিয়ে প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন।

বিতর্ক শাহরুখ খানকে নিয়ে

বিতর্ক শাহরুখ খানকে নিয়ে

প্রসঙ্গত, ছেলে আরিয়ান খানের মাদক মামলার বিতর্কের পর জনসমক্ষে আসেননি শাহরুখ। কিন্তু লতা জির প্রয়াণের পর লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। পরনে সাদা রঙের টি শার্ট। পনিটেল বাঁধা। মুখে মাস্ক। '‌ভারতরত্ন'‌ কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, আমির খান, রনবীর কাপুর, আমির খান, জাভেদ আখতারের মতো বিশিষ্টজনরা। তবে সকলের চেয়ে নজর কেড়েছেন শাহরুখ খানই।

শাহরুখের দোয়া নিয়ে সমালোচনা

শাহরুখের দোয়া নিয়ে সমালোচনা

ছবিতে দেখা গিয়েছে শাহরুখ তাঁর মাস্ক নামিয়ে লতা মঙ্গেশকরের মরদেহের সামনে দাঁড়িয়ে দোয়া করছেন। এই দৃশ্য দেখার পর বিজেপি নেতা সহ অনেকেই প্রশ্ন তুলেছেন যে বলিউড অভিনেতা কিংবদন্তি গায়িকার দেহে থুতু ছিটিয়েছেন। হরিয়ানার দায়িত্বে থাকা বিজেপি নেতা অরুণ যাদব ভিডিওটি টুইট করে জিজ্ঞাসা করেছেন, 'তিনি কি থুতু ছেটালেন?‌'‌ এই মন্তব্যের পর তা নিয়ে সব মহলে সমালোচনার ঝড় উঠেছে। এখানেই শেষ নয়, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর আইপিএস (‌আর)‌ এম নাগেশ্বর রাও টুইটে বলেন, '‌লতা মঙ্গেশকরের শেষকৃত্যে আপনি কি থুতু দিলেন?‌ একজন খ্যাতনামা ব্যক্তি হওয়ার জন্য আপনাকে দ্রুত এই বিষয়ে ব্যাখা দিতে হবে জনসাধারণের কাছে।' তবে এই টুইটগুলির বিপক্ষে গিয়ে অনেকেই শাহরুখ খানের পক্ষে দাঁড়িয়েছেন। সাংবাদিক রুবিকা লিয়াকত বলেছেন, '‌এটা থুতু ছেটানো নয়। একে ফাতিহা পড়া বলা হয়। প্রার্থনার পর ফুঁ দেওয়া হয়।'‌

শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

রবিবার মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। গত আট দশক ধরে ২৫ হাজারের বেশি গান গেয়ে দেশ-বিদেশের বহু শ্রোতাকে তাঁর গুণমুগ্ধ করে রেখেছেন। যাঁর গলার স্বর কোনওদিনও ভোলার নয়। সেই কোকিলকন্ঠী লতা জি রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়া ধরা পড়ে তাঁর। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বলিউড ও ক্রিক এট মহলের মানুষ, যাঁরা লতা জির সঙ্গে সংস্পর্শে ছিলেন তাঁরা সকলেই শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন শিবাজি পার্কে। ‌

লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে আসেন মোদী

লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে আসেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন শিবাজি পার্কে। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরে ও অভিনেতা শাহরুখ খান, আমির খান সহ অনেকেই শেষবেলায় গায়িকাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই কিংবদন্তি গায়িকার প্রয়াণে দু'‌দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন।

শেষ সম্মান লতা জিকে

শেষ সম্মান লতা জিকে

লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশকের কর্মজীবনে হিন্দি বা মারাঠি ভাষাতেই নয়, তিনি ৩০টি অন্য ভারতীয় ভাষাতেও গান গেয়েছেন। ক্ল্যাসিকাল গান থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী লতা মঙ্গেশকরের ঝুলিতে ভারতরত্ন, দাদাসাহেব ফালকে সহ রয়েছে অসংখ্য পুরস্কার ও সম্মান। তাঁকে শ্রদ্ধা জানানো জন্য ৬ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি জাতীয় পতাকা অর্ধ নমিত থাকবে ভারতে।

English summary
shah rukh khan last tribute to lata mangeshkar making controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X