For Quick Alerts
For Daily Alerts
(ছবি) প্রথম দিনে 'জয় হো' ১৭.৫ কোটির ব্যবসা করল
মুম্বই, ২৫ জানুয়ারি : সলমনের 'কামব্যাক' খুব একটা আশাপ্রদ হল না। অনেক আশা জাগিয়েও জয় হো মুক্তির প্রথমদিনে মাত্র ১৭.৫ কোটির ব্যবসা করল।
শনিবার ফিল্ম বিশেষজ্ঞ ও সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন শুক্রবার সারাদিনে জয় হো ১৭.৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। তবে সংখ্যাটা শুধু ভারতের।
প্রথম রবিবার ২৬ জানুয়ারি পড়ায় সেদিন সলমনের নতুন এই ছবি বড় অঙ্কের ব্যবসা করতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

জয় হো
সলমনের কামব্যাক ঠিক জমল না

জয় হো
জয় একদমই সলমনোচিত ছবি। মশলায় ভরপুর

জয় হো
দীর্ঘদিন পরে বড় পর্ডায় ফিরলেন তবু

জয় হো
ডেইসি-সলমনের জুটিটা মিস্টি লেগেছে

জয় হো
পরিবার নিয়ে দেখার মতো ছবি।