For Daily Alerts
অনুরাগ কাশ্যপের স্ত্রী হচ্ছেন ঋতুপর্ণা! নয়া চমক বাঙালি সুপারস্টারের
ফের একবার বলিউডে ফিরছেন ঋতুপর্ণা। আর এবার তাঁর সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের নামী পরিচালক অনুরাগ কশ্যপ। হরি বিশ্বনাথনের ফিল্ম 'বাঁসুরি' তে দেখা যেতে চলেছেন বাংলার সুপারস্টার ঋতুপর্ণাকে।

ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার শতরূপা সান্যাল। ছবিতে ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় থাকতে চলেছেন পরিচালক অনুরাগ কশ্যপ। ছবির শ্যুটিং আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ম্য়াকলুস্কিগঞ্জে। ছবির গল্প নির্মিত হয়েছে এক রহস্যকে ঘিরে। ছবিতে অনুরাগ কাশ্যপ যে চরিত্রে রয়েছেন সেই চরিত্রটির পরিচিতি নিয়েই ঘনিয়েছে রহস্য। ঘটনাচক্রে একটি ছোট্ট বাচ্চার মুখোমুখি হয়ে যান অনুরাগ। আর সেখান থেকেই গল্প মোড় নেয় অন্য পথে।
শতরূপা সান্যালের মেয়ে চিত্রাঙ্গদাও রয়েছেন ছবিতে।উল্লেখ্য, কিছুদিন আগেই শতরূপা সান্যালের এক ছবিতে অভিনয় করেন অনুরাগ কাশ্যপ। ছবিতে অভিনয় করেন শতরূপা সান্যালের মেয়ে ঋতাভরীও।