• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাখির উৎসবে মাতোয়ারা বলিউড থেকে টলিউড! কিয়ারা, ইয়ামি থেকে রাহুল ,সায়কদের ছবি একনজরে

  • |
Google Oneindia Bengali News

ভাইবোনের সম্পর্কের উৎসব উদযাপনকে ঘিরেই পালিত হয় রাখি উৎসবষ ২০২১ সালের রাখি উৎসব ঘিরে সেলেবদের ঘরে ঘরে আজ উৎসবের মেজাজ। অনেকেই আজ আপনজনের থেকে দূরে , ভিন রাজ্যে কিম্বা ভিন দেশে রয়েছেন। তবে রাখির উৎসবে ভাই বোনরা একে অপরকে শুভেচ্ছে বার্তা পাঠাতে ভুলছেন না। এদিন সোশ্যাল মিডিয়ায় বলিউড থেকে টলিউড সেলেবরা তাঁদের রাখি উৎসবের নানান ছবি পোস্ট করেছেন । দেখে নেওয়া যাক সেই সমস্ত ছবি।

বৌদি সুস্মিতা পরালেন সায়ককে রাখি

টলিউডে টেলিভিশনের দুনিয়ায় স্টার হিসাবে বৌদি ও দেওর দু'জনের নামই বেশ পরিচিত। অভিনেতা সায়ক চক্রবর্তীর বৌদি যে অভিনেত্রী সুস্মিতা রায়, তা সকলেরই জানা। আর ভাইবোনের সম্পর্ক উদযাপনের এমন দিনে আজ সায়কে রাখী পরান সুস্মিতা। এদিকে, সায়ক টলিউডে অভিনয়ের পাশাপশি ইউটিউবার হিসাবেও বেশ পরিচিতি পেতে শুরু করেছেন। তার মাঝে বৌদির কাছ থেকে পাওয়া রাখীর শুভেচ্ছা যে তাঁকে আরও উৎসাহিত করল , তা বলাই বাহুল্য।

রাহুল-পায়েলের রাখি

টিভির পর্দায় অনস্ক্রিনে রাহুলের শ্যালকের স্ত্রী পায়েল। তবে অফস্ক্রিনে রাহুল বন্দ্যোপাধ্যায়কে দাদার মতো করে শ্রদ্ধা করেন পায়েল। 'সকাল শুরু হল বোনের পরানো রাখী দিয়ে' ক্যাপশন দিয়ে এদিন রাহুল পোস্ট করেন তাঁর রাখী উৎসবের ছবি।

ইয়ামি গৌতম

অভিনেত্রী ইয়ামি গৌতম সদ্য ছোট্ট অনুষ্ঠানে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন। সেই বিয়েরর ছবির অ্যালবামেই রয়েছে ইয়ামি ও তাঁর ভাইয়ের ছবি। এদিন ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন ইয়ামি।
ভাই ওজাসের সঙ্গে এই ছবি ইয়ামি ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ভাইরাল হয়।

নব্য নাভেলি

অমিতাভের নাতনি নব্য নভেলি নন্দাও এদিন পোস্ট করেছেন তাঁর ভাইয়ের সঙ্গে ছোট্টবেলার ছবি। ইতিমধ্যোই এই স্টার পরিবারের নাতনি বলিউডের টক অফ দ্য চাউন। এছাড়াও তাঁর ভাই অগস্ত্যা আপাতত বলিউডের জেন টুয়ের হটশট সেলেব। অগস্ত্যকে ঘিরে বহু সেলেব কন্যাই যে আগ্রহী তা কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এক রিপোর্টে।

কিয়ারার রাখি

এদিন 'শেরশাহ' অভিনেত্রী কিয়ারা আদবানিও রাখি উৎসবের উদযাপনের ছবি পোস্ট করেন। সেই ছবিতে ভাইবোনেদের সঙ্গে ছোট্ট ভাইয়ের খাওয়া দাওয়ার ছবি তুলে ধরেন কিয়ারা। যে ছবিতে কার্যত মোহিত নেট পাড়া।

কৃতী শ্যানন

এদিন ছোট্টবেলার ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন বলিউড তারকা কৃতী শ্যানন। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে হ্যাপি রাখি। এই ভিডিওটিও ভাইরাল হয় নেট পাড়ায়।

অনুষ্কা শর্মা

ছোট্টবেলায় দাদা কারনেশের সঙ্গে খুনসুটির ছবি এদিন নেট মাধ্যমে প্রকাশ করেন বিরাট কোহলির ঘরনী অনুষ্কা শর্মা। অভিনেত্রী অনুষ্কা এই ছবি রীতিমতো ভাইরাল হয় নেটমাধ্যমে।

মাধুরী দীক্ষিত

মুম্বইতে নিজের বাড়িতে দাদাকে রাখী পরানোর ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। মিসেস নেনের এই ভিডিও কার্যত তাক লাগাচ্ছে ইনস্টাগ্রামের নেট নাগরিকদের।

হৃতিক রোশন

দিদি সুনয়নার সঙ্গে হৃতিকের পরিবারের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগেই নানান খবর এসেছে। আর রাখীর দিন ভাইবোনের সম্পর্ক নিয়ে ইনস্টাগ্রামে এক বিশেষ বার্তা দিলেন অভিনেতা হৃতিক রোশন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Raksha Bandhan 2021: Photos of Bollywood and Tollywood celebrities of their Rakhi celebration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X